ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি নীলগাইকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ নভেম্বর) বিজিবি-৫০ ঠাকুরগাঁওয়ের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুনের কাছে নীলগাইটি হস্তান্তর করেন। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং বন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন কর্মকর্তা তাছলিমা খাতুন বলেন,উদ্ধার হওয়া স্ত্রী নীলগাইটি দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবরোধ শেষ হলে এটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে স্থানান্তরিত করা হবে।
এদিকে বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা বলেন, সীমান্ত পেরিয়ে আসা নীলগাইগুলো প্রায়ই স্থানীয়দের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এই ধরনের নৃশংতার অবসান হওয়া প্রয়োজন।
তিনি বলেন, ঘোড়া সদৃশ নীলগাই প্রকৃতপক্ষে অ্যান্টিলোপ জাতীয় প্রাণী। এক সময় বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট এলাকার বনে প্রাণীটির দেখা মিলত। তবে ১৯৪০ সালের পর বাংলাদেশে আবাসিক নীলগাই দেখা গেছে, এমন তথ্য পাওয়া যায় না। অনিয়ন্ত্রিত শিকার, বাসস্থান ও খাদ্যের অভাবসহ প্রতিকূল পরিবেশের কারণে প্রাণীটি অনেক আগেই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। প্রাণীটি সাধারণত দলবেঁধে থাকে। তবে গত কয়েক বছর ধরে মাঝেমধ্যে যে কয়েকটি নীলগাই উদ্ধারের খবর পাওয়া যায়, সেগুলো মূলত ভারত থেকে আসা। বর্তমানে ভারত ছাড়াও পাকিস্তান ও নেপালে নীলগাইয়ের বসবাস রয়েছে। তবে তার সংখ্যাও আশঙ্কাজনক।
মন্তব্য করুন