দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিলকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। এদিকে তপশিলকে প্রত্যাখ্যান করে মশাল মিছিল করে বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রেলগেট এলাকায় ঝটিকা মশাল মিছিল নিয়ে এসে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে বিএনপির সমর্থকরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ১০-১২ জন জামায়াত-শিবিরের লোক ঝটিকা মিছিল নিয়ে রেলগেট এলাকায় আসে। তারা টায়ার জালানোর চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে অটোরিকশা ভাঙচুরের বিষয়টি জানা নেই।
এর আগে সন্ধ্যায় এস.এস রোডস্থ দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি কে.এম হোসেন হাসান, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাড. বিমল কুমার দাস ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মন্তব্য করুন