দিনাজপুরের বিরামপুর রেল স্টেশন থেকে ৭০-৮০ গজ উত্তরে রেললাইনের মাঝে টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে বিরামপুর রেল স্টেশন থেকে ৭০-৮০ গজ উত্তরে রেললাইনে টায়ার জ্বালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনিম আওনসহ থানা পলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে জলন্ত টায়ার সরিয়ে ফেলেছে। নাশকতার উদ্দেশ্যেই রেললাইনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা। তবে বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন