বগুড়ার শাজাহানপুর এলাকায় মহাসড়কে একটি খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার বনানী এলাকায় মহাসড়কে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় খড় বোঝাই ট্রাকটি রক্ষা পায়।
ট্রাকের চালক শাহীন ইসলাম বলেন, বগুড়ার দুপচাঁচিয়ার চৌমুহনী থেকে ট্রাকে খড় বোঝাই করি। পরে পাবনার বেড়ার দিকে যাওয়ার পথে রাত ৯ টার দিকে বগুড়ার শাজাহানপুরের বনানী এলাকায় পৌঁছালে ট্রাকের পেছনে খড়ে আগুন জ্বলতে দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ জানায়, ট্রাকের ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাকে কিভাবে আগুন ধরেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের ধারণা, বুধবার রাতে শেরপুরের দশমাইল এলাকার মতো পিকেটাররা এখানে পেট্রল ছুড়ে খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে।
মন্তব্য করুন