ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শৈলকুপায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

শৈলকুপায় সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পৌর মেয়র। ছবি : কালবেলা
শৈলকুপায় সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পৌর মেয়র। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলনে নৌকার বিপক্ষে ভোট চাওয়ার অপরাধে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শৈলকুপা নতুন বাজার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌর মেয়র কাজী আশরাফুল আজমের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম বলেন, গত ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ সংসদ সদস্য আব্দুল হাইয়ের জীবন বৃত্তান্ত পাঠ করেন।

এ সময় তিনি সাংবাদিকদের সামনে মৌখিক বক্তব্য প্রদান করে সিদ্ধান্ত দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি আব্দুল হাই আবারও মনোনয়ন পাবেন। তাই আমরা সব আওয়ামী লীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে ভোট করব। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেন। এজন্য শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সব মুজিব আদর্শের ত্যাগী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অরাজনৈতিক পরিপন্থি বক্তব্য দেওয়ার জন্য তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। সেই সঙ্গে এ রকম দলীয় শৃঙ্খলা ভঙের বক্তব্য দেওয়ার জন্য শেখ হাসিনার কাছে সাংবাদিকদের মাধ্যমে বিচার প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপুর বিরুদ্ধে দেওয়া মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া বর্তমান সংসদ সদস্য আব্দুল হাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, টেন্ডারবাজি, স্বজনপ্রীতি ও বিভিন্ন সময়ে তার কর্মী সমর্থকদের নিয়ে নৌকার বিরুদ্ধে ভোট করার অভিযোগ তুলে তাকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানান। জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাড. আজাদ রহমান, নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম খাঁন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুলুসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

নদীপাড়ের ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর কাণ্ড

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

বাগদান সারলেন টেইলর সুইফট

ফের চটলেন আলিয়া

সৌম্যের ব্যাটে তাণ্ডব, কিপটে মুস্তাফিজ : প্রস্তুতি ম্যাচে কে কেমন করলেন

সুহানার ছবিতে শাহরুখের মন্তব্য, সরগরম নেটদুনিয়া

১০

জিআই পণ্যের স্বীকৃতি পেল ফুলবাড়িয়ার লাল চিনি

১১

‘নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ’

১২

মেসির রেকর্ড ভাঙতে পারলেন না টেইলর সুইফট

১৩

আজ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর

১৪

জনবল সংকটে কোটি টাকার হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত

১৫

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত?

১৬

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আজ

১৭

ছেলেদের জন্য কিছু স্টাইলিশ আউটফিট কম্বিনেশন

১৮

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

১৯

আর্জেন্টিনার আগেই এশিয়া সফরে আসছে ব্রাজিল, জেনে নিন ম্যাচসূচি

২০
X