রোববার (১৯ নভেম্বর) হরতাল চলাকালে বগুড়ায় কোনো ভাঙচুর নাশকতার ঘটনা না ঘটলেও আগের রাতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বাজারের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে এবং বগুড়া শহরের খান্দার এলাকায় অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লাহ জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘোড়াধাপ বাজারের পাশে পার্কিং করা একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। বাজার সংলগ্ন গ্রামের লোকজন পরে আগুন নিভিয়ে ফেললেও ট্রাকের কেবিন ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকের মালিক আব্দুল করিম এই ঘটনায় মামলা করবেন বলে জানান ওসি।
এর আগে রাত ১০টার দিকে শহরের খান্দার এলাকায় সিএনজিচালিত এক অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
মন্তব্য করুন