গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১০:৫১ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

জামিনের পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার ছাত্রদল নেতা

আরিফুল ইসলাম রোমান। ছবি : সংগৃহীত
আরিফুল ইসলাম রোমান। ছবি : সংগৃহীত

পুলিশের ওপর হামলা ও নাশকতা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে কারাগারের ফটক থেকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা কারাগার থেকে বের হওয়ামাত্রই তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

জানা গেছে, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২ সেপ্টেম্বর দুপুরে শহরের সজ্জনকান্দা এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে মিছিল বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের পান্না চত্বর ঘুরে আবার আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় ফিরছিল। এ সময় কোর্ট চত্বর মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। এতে ৮ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় ওই দিন রাতে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গত ১৪ নভেম্বর দুপুরে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রোমানকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করে। পুলিশ রোমানকে আদালতে পাঠালে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

রোববার (১৯ নভেম্বর) ওই মামলায় জামিন পেয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা কারাগার থেকে বের হন রোমান। তবে কারাফটকের সামনে থেকে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. এসরাকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রোমানকে ফের গ্রেপ্তার করে গাড়িতে করে থানায় নিয়ে যায়।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আসলাম মিয়া বলেন, ‘যে মামলায় রোমানকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটি একটি মিথ্যা মামলা ছিল। আমার জানা মতে, রোমানের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই। যদি কোনো মামলা থাকত তাহলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখাত। সদ্য জামিন পাওয়া একজন বিপ্লবী ছাত্র নেতাকে জেলগেট থেকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এর চেয়ে ন্যক্কারজনক ঘটনা আর হয় না। আবার এখন হয়তো কোনো গায়েবি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এসব মিথ্যা-গায়েবি মামলা দিয়ে হয়রানি করে বিএনপির নেতাকর্মীদের দমানো যাবে না।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, রোমানের বিরুদ্ধে আগের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়াদের বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী, কারণ কী?

ভেনেজুয়েলার রাজধানীসহ ৪ অঞ্চলে মার্কিন হামলা

রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে সৌদির দ্বারস্ত ইয়েমেন, জানাল প্রতিক্রিয়া

মোস্তফা জামাল হায়দারকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ 

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ইয়েমেনের সংকট নিরসনে উদ্যোগ নিল সৌদি আরব

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো যে দলের

ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১০

আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে বাদ দিল কলকাতা

১১

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা শুরু, জরুরি অবস্থা ঘোষণা

১২

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

১৩

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাশে দাঁড়ালেন ভারতেরই তারকারা

১৪

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

১৫

জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : কবীর ভূইয়া

১৬

ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

১৭

ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে ‘দক্ষিণ আরবিয়া’

১৮

শীতকালে শরীরের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ

১৯

মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

২০
X