গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১০:৫১ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

জামিনের পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার ছাত্রদল নেতা

আরিফুল ইসলাম রোমান। ছবি : সংগৃহীত
আরিফুল ইসলাম রোমান। ছবি : সংগৃহীত

পুলিশের ওপর হামলা ও নাশকতা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে কারাগারের ফটক থেকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা কারাগার থেকে বের হওয়ামাত্রই তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

জানা গেছে, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২ সেপ্টেম্বর দুপুরে শহরের সজ্জনকান্দা এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে মিছিল বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের পান্না চত্বর ঘুরে আবার আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় ফিরছিল। এ সময় কোর্ট চত্বর মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। এতে ৮ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় ওই দিন রাতে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গত ১৪ নভেম্বর দুপুরে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রোমানকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করে। পুলিশ রোমানকে আদালতে পাঠালে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

রোববার (১৯ নভেম্বর) ওই মামলায় জামিন পেয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা কারাগার থেকে বের হন রোমান। তবে কারাফটকের সামনে থেকে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. এসরাকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রোমানকে ফের গ্রেপ্তার করে গাড়িতে করে থানায় নিয়ে যায়।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আসলাম মিয়া বলেন, ‘যে মামলায় রোমানকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটি একটি মিথ্যা মামলা ছিল। আমার জানা মতে, রোমানের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই। যদি কোনো মামলা থাকত তাহলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখাত। সদ্য জামিন পাওয়া একজন বিপ্লবী ছাত্র নেতাকে জেলগেট থেকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এর চেয়ে ন্যক্কারজনক ঘটনা আর হয় না। আবার এখন হয়তো কোনো গায়েবি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এসব মিথ্যা-গায়েবি মামলা দিয়ে হয়রানি করে বিএনপির নেতাকর্মীদের দমানো যাবে না।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, রোমানের বিরুদ্ধে আগের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি, অতঃপর...

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

গয়েশ্বর চন্দ্রের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য

সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না : চরমোনাই পীর

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করেছি : মো. শাহজাহান

৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী-দারোয়ান রিমান্ডে 

স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারকারী স্বামীকে নিয়ে হাদিসে যা বলা হয়েছে

এশিয়া কাপ হকির ‘বি’ গ্রুপে বাংলাদেশ

১০

গলায় ম্যাজিক বল আটকে শিশুর মৃত্যু

১১

সন্তান-স্ত্রীসহ সাবেক এমপি সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১২

প্রতিদিন কতটা হাঁটা স্বাস্থ্যসম্মত, ৭০০০ নাকি ১০০০০ পা?

১৩

জুলাই সনদের কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে : সালাহউদ্দিন

১৪

রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী

১৬

এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের

১৭

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

১৮

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

১৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

২০
X