লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মাশরাফির আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ.লীগের ১৮ জন প্রার্থী

নড়াইল জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নড়াইল জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়ামী লীগের ১৮ জন প্রার্থী। এর মধ্যে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন অপেক্ষার পালা কে পাচ্ছেন আ.লীগের দলীয় মনোনয়ন টিকিট।

সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত এই আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী ১৮ জন প্রার্থী হলেন- আ.লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা, নড়াইল জেলা আ.লীগের সহসভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, জেলা আ.লীগের সহসভাপতি আ্যড. সৈয়দ আইয়ুব আলী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বুয়েট প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহসহ সৈয়দ ফয়জুল আমির লিটু, মো. রাশেদুল বাসার ডলার, মলয় কুমার কুন্ডু, লায়ন নুর ইসলাম, আ্যড. মো. তরিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান তাপস, পি কে পলাশ হাজরা, কাজী জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন কনক, মোহাম্মদ মনির হোসেন, মুন্সি মো. নজরুল ইসলাম, শামীমা সুলতানা, ফারহানা রেজা।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যড. সুবাস চন্দ্র বোস।

তারা সবাই দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবেন বলে সবাই জানিয়েছেন।

এ ব্যাপারে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যড. সুবাস চন্দ্র বোস কালবেলাকে বলেন, যারা নমিনেশনপত্র সংগ্রহ করেছেন তারাও আওয়ামী লীগ করেন। আমার অভিব্যক্তি হলো- যারা নমিনেশনপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে অনেকেই ঢাকায় থাকেন। তাদের সঙ্গে ঢাকার রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে আমার জানা নেই। আমার নড়াইলে মিছিল-মিটিং কোনো কিছুর সঙ্গে তাদের মধ্যে অনেকেরই সম্পর্ক নেই। তাদের মধ্যে অনেকের দলীয় সদস্য পদ আছে, অনেকের নেই। দলীয় মনোনয়ন ফরম সবাই কিনতে পারে। আশা রাখা তাদেরই উচিত যারা দলের সঙ্গে সম্পর্ক রাখে এবং যারা মাটি মানুষের সঙ্গে কাজ করে।

তিনি আরও বলেন, যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন এবং যারা নির্বাচন কমিটিতে আছেন তারা অনেক জ্ঞানী, অভিজ্ঞ ও মেধাবী। তারা জানেন কারা দলের জন্য কাজ করেন ও দলের সঙ্গে সম্পর্ক রাখেন। আমার মনে হয় দল সেই রাজনৈতিক বুদ্ধি বিবেচনা দিয়েই নড়াইল-২ আসনে যোগ্য ব্যক্তিকে নমিনেশন দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে পর্দা উঠল জাতীয় ছায়া আইনসভার

মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণের ছবি নিয়ে বিভ্রান্তি, যা জানা গেল

১৫ বছরে দেশের সব স্তর ভেঙে ফেলা হয়েছিল : নজরুল ইসলাম

সকল দল ও পক্ষের ঐক্য ধরে রাখতে হবে: খেলাফত মজলিস

শনিবার খোলা থাকবে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান

ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্বারোপ হিন্দু নেতাদের

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত

দ. আফ্রিকার খনিতে আটকা ২৮৯ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান

ঢাকার রাস্তা : আন্দোলনের প্রেমে পড়া যানজট

আরেকটি এক-এগারোর বন্দোবস্তের পাঁয়তারা চলছে : নাহিদ

১০

বিভাজনের ঊর্ধ্বে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে : চরমোনাই পীর

১১

‘ষড়যন্ত্র করে জুলাই বিপ্লব ধ্বংস করা যাবে না’

১২

নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে : নুর

১৩

নির্বাচনের রাস্তায় আর নয়- ফের জানালেন এরদোয়ান

১৪

বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন অস্থিতিশীল : আমিনুল হক

১৫

শিশুরাই শহর রক্ষার বড় যোদ্ধা হয়ে উঠবে : চসিক মেয়র

১৬

আইফোনসহ ইউরোপীয় পণ্যে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের

১৭

ইসরায়েলি হামলায় গাজায় ত্রাণ পাহারায় থাকা ৬ ফিলিস্তিনি নিহত

১৮

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

১৯

‘এনসিপির উপদেষ্টাদের পদত্যাগের দাবির দৃষ্টি সরাতেই প্রধান উপদেষ্টার পদত্যাগ নাটক’

২০
X