মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়ামী লীগের ১৮ জন প্রার্থী। এর মধ্যে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন অপেক্ষার পালা কে পাচ্ছেন আ.লীগের দলীয় মনোনয়ন টিকিট।
সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত এই আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী ১৮ জন প্রার্থী হলেন- আ.লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা, নড়াইল জেলা আ.লীগের সহসভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, জেলা আ.লীগের সহসভাপতি আ্যড. সৈয়দ আইয়ুব আলী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বুয়েট প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহসহ সৈয়দ ফয়জুল আমির লিটু, মো. রাশেদুল বাসার ডলার, মলয় কুমার কুন্ডু, লায়ন নুর ইসলাম, আ্যড. মো. তরিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান তাপস, পি কে পলাশ হাজরা, কাজী জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন কনক, মোহাম্মদ মনির হোসেন, মুন্সি মো. নজরুল ইসলাম, শামীমা সুলতানা, ফারহানা রেজা।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যড. সুবাস চন্দ্র বোস।
তারা সবাই দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবেন বলে সবাই জানিয়েছেন।
এ ব্যাপারে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যড. সুবাস চন্দ্র বোস কালবেলাকে বলেন, যারা নমিনেশনপত্র সংগ্রহ করেছেন তারাও আওয়ামী লীগ করেন। আমার অভিব্যক্তি হলো- যারা নমিনেশনপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে অনেকেই ঢাকায় থাকেন। তাদের সঙ্গে ঢাকার রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে আমার জানা নেই। আমার নড়াইলে মিছিল-মিটিং কোনো কিছুর সঙ্গে তাদের মধ্যে অনেকেরই সম্পর্ক নেই। তাদের মধ্যে অনেকের দলীয় সদস্য পদ আছে, অনেকের নেই। দলীয় মনোনয়ন ফরম সবাই কিনতে পারে। আশা রাখা তাদেরই উচিত যারা দলের সঙ্গে সম্পর্ক রাখে এবং যারা মাটি মানুষের সঙ্গে কাজ করে।
তিনি আরও বলেন, যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন এবং যারা নির্বাচন কমিটিতে আছেন তারা অনেক জ্ঞানী, অভিজ্ঞ ও মেধাবী। তারা জানেন কারা দলের জন্য কাজ করেন ও দলের সঙ্গে সম্পর্ক রাখেন। আমার মনে হয় দল সেই রাজনৈতিক বুদ্ধি বিবেচনা দিয়েই নড়াইল-২ আসনে যোগ্য ব্যক্তিকে নমিনেশন দেবে।
মন্তব্য করুন