জাতীয়তাবাদী তাঁতীদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পরও নৌকার মাঝি হতে চাচ্ছেন কামরুজ্জামান ওরফে তাজু কামরুল। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেননি তিনি।
স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, শাহজাদপুর উপজেলাধীন এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের আফজাল বেপারির ছেলে কামরুজ্জামান থানা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বাবা আফজাল বেপারি ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। বর্তমানে তার চাচা আমজাদ হোসেন এনায়েতপুর থানা যুবদলের সভাপতি।
এ ব্যাপারে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, কামরুজ্জামান ওরফে তাজু কামরুল পরিবারের সবাই বিএনপি করে। তিনি নিজেও একসময় ছাত্রদল পরে তাঁতীদলের নেতৃত্বে ছিলেন। গত ৪-৫ বছর ধরে শুনছি তিনি আওয়ামী লীগ করেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেননি।
এনায়েতপুর থানা তাঁতীদলের সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন, ১৪-১৫ বছর আগে আমার কমিটিতে তাজু কামরুল যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত আছেন।
জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ‘তাজু কামরুল আগে বিএনপি করলেও এখন আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন।’
এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ বলেন, ‘হয়তো সাবেক এমপি স্বপন সাহেবের হাত ধরে তিনি আওয়ামী লীগে এসেছেন।’
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু বলেন, ‘তাজু কামরুল ওরফে কামরুজ্জামান নামের কেউ আওয়ামী লীগ করেন বলে আমার জানা নেই।’
এ বিষয়ে তাজু কামরুল ওরফে কামরুজ্জামান বলেন, ‘১৭-১৮ বছর আগে আওয়ামী লীগে যোগ দিয়েছি। দুঃসম্পর্কের চাচা আমজাদ হোসেন যুবদল করলেও আমার পুরো পরিবার এখন আওয়ামী লীগ করে। আমি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। বর্তমানে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি।’
মন্তব্য করুন