সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার মাঝি হতে চান সাবেক তাঁতীদল নেতা!

কামরুজ্জামান ওরফে তাজু কামরুল। ছবি : কালবেলা
কামরুজ্জামান ওরফে তাজু কামরুল। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী তাঁতীদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পরও নৌকার মাঝি হতে চাচ্ছেন কামরুজ্জামান ওরফে তাজু কামরুল। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেননি তিনি।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, শাহজাদপুর উপজেলাধীন এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের আফজাল বেপারির ছেলে কামরুজ্জামান থানা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বাবা আফজাল বেপারি ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। বর্তমানে তার চাচা আমজাদ হোসেন এনায়েতপুর থানা যুবদলের সভাপতি।

এ ব্যাপারে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, কামরুজ্জামান ওরফে তাজু কামরুল পরিবারের সবাই বিএনপি করে। তিনি নিজেও একসময় ছাত্রদল পরে তাঁতীদলের নেতৃত্বে ছিলেন। গত ৪-৫ বছর ধরে শুনছি তিনি আওয়ামী লীগ করেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেননি।

এনায়েতপুর থানা তাঁতীদলের সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন, ১৪-১৫ বছর আগে আমার কমিটিতে তাজু কামরুল যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত আছেন।

জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ‘তাজু কামরুল আগে বিএনপি করলেও এখন আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন।’

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ বলেন, ‘হয়তো সাবেক এমপি স্বপন সাহেবের হাত ধরে তিনি আওয়ামী লীগে এসেছেন।’

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু বলেন, ‘তাজু কামরুল ওরফে কামরুজ্জামান নামের কেউ আওয়ামী লীগ করেন বলে আমার জানা নেই।’

এ বিষয়ে তাজু কামরুল ওরফে কামরুজ্জামান বলেন, ‘১৭-১৮ বছর আগে আওয়ামী লীগে যোগ দিয়েছি। দুঃসম্পর্কের চাচা আমজাদ হোসেন যুবদল করলেও আমার পুরো পরিবার এখন আওয়ামী লীগ করে। আমি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। বর্তমানে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মঘট প্রত্যাহারের পর সিলিন্ডারের দাম কত চান ব্যবসায়ীরা?

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি : আসিফ নজরুল

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

১০

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১১

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

১২

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

১৩

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১৪

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

১৫

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

১৬

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

১৭

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

১৮

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

১৯

দুর্নীতি দমনে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

২০
X