বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

উপখাদ্য পরিদর্শক স্ত্রীর দায়িত্ব পালন করছেন স্বামী

বরিশালে উপখাদ্য পরিদর্শক স্ত্রীর পরিবর্তে কাজ করছেন স্বামী। ছবি : সংগৃহীত
বরিশালে উপখাদ্য পরিদর্শক স্ত্রীর পরিবর্তে কাজ করছেন স্বামী। ছবি : সংগৃহীত

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে হলতা বাজারে উপজেলার খাদ্য গোডাউনে কর্তব্যরত উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুমের বিরুদ্ধে তার স্বামীকে দিয়ে নিয়মিত অফিস করানোর অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুর্গাপাশা ইউনিয়নের খাদ্যবান্ধন কর্মসূচির ডিলার আলাউদ্দিন সিকদার গোডাউন থেকে চাল নিচ্ছেন। সেখানে উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুম উপস্থিত নেই। তবে তার অবর্তমানে তার চেয়ারে বসে স্বামী চাল ডেলিভারি দিচ্ছে।

অভিযুক্ত উম্মে কুলসুম উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গোডাউনে উপখাদ্য পরিদর্শকের দায়িত্বে রয়েছেন। তার স্বামীর বাড়ি বাউফল উপজেলার কালিসুরি গ্রামে। তিনি স্ত্রীর চাকরির সুবাদে হলতা গোডাউনেই বসবাস করেন। হলতার স্থানীয়দের কাছে দুলাভাই নামেই পরিচিত তিনি। পেশায় একজন পল্লী ভেটেরিনারিয়ান।

গোডাউনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, উপখাদ্য পরিদর্শকের স্বামী একজন পল্লী ভেটেরিনারিয়ান। সে সরকারি গোডাউনে বসে। প্রায় সময় গরু, ছাগল, হাঁস, মুরগির চিকিৎসা করেন। যেখানে সাধারণ জনগণ অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না।

ভিডিওতে দেখা যায়, উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুমের চেয়ারে বসে তার স্বামীকে কাজ করতে। গোডাউনে ঢুকে প্রথমে তার পরিচয় জিজ্ঞেস করা হয় । তিনি মুখে মাস্ক পরে ছিলেন। পরিচয় জিজ্ঞেস করলে কোনো উত্তর দেননি। পাশে বসে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার উত্তরে বলেন, উনি ম্যাডামের স্বামী, ম্যাডাম একটু বাইরে গেছেন।

উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুমের কাজ অবর্তমানে তার স্বামী করতে পারবে কিনা অথবা গোডাউন দিয়ে চাল ডেলিভারি দেওয়ার নির্দেশ আছে কিনা জানতে চেয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা রুবিনা পারভিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের সরকারি গোডাউনের কোনো কর্মকর্তা কর্মচারী ব্যতিত বাইরের কেউ গোডাউন থেকে চাল, গম কোনো কিছুই ডেলিভারি দেওয়ার নির্দেশনা নেই। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের নিকট স্ত্রীর পরিবর্তে স্বামী সরকারি গোডাউন কাজ করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারি গোডাউনের ভিতরে ঢুকে বাইরের কেউ চাল গম কোনো কিছুই ডেলিভারি দেওয়ার ক্ষমতা রাখে না। গোডাউনের কর্মকর্তা কর্মচারী ছাড়া । বিষয়টি শুনেছি, তদন্ত করে অবশ্য‌ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

১০

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

১১

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১২

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

১৩

সাংবাদিক সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল : ডিএমপি

১৪

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

১৬

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

১৭

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

১৮

গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

১৯

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

২০
X