সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সোনার বাংলা গড়তে চাই : পররাষ্ট্রমন্ত্রী

জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বক্তব্য রাখছেন ড. এ কে আব্দুল মোমেন। ছবি : কালবেলা
জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বক্তব্য রাখছেন ড. এ কে আব্দুল মোমেন। ছবি : কালবেলা

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সম্পদশালী ও অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আমরা আশাবাদী। সেজন্য সরকার সংবিধানকে সমুন্নত রেখে সব ধর্মের মানুষের জন্য কাজ করে চলেছে।

শনিবার (২৫ নভেম্বর) সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ‘ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প-২’ এর আওতায় আয়োজিত বিভাগীয় পুরোহিত-সেবাইত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সংবিধানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকারের কথা বলা রয়েছে। বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও করবে। সরকার হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবির বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে রাষ্ট্রীয় অনুষ্ঠানে চারটি ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সনাতন ধর্মাবলম্বীসহ সবার উন্নয়নে বদ্ধপরিকর। এটাকে বাস্তব রূপ দিতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে আমরা সোনার বাংলা গড়তে চাই।

হিন্দু কল্যাণ ট্রাস্ট ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু.আ. হামিদ জমাদ্দার, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজিত দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেইন মো. আল জুবায়ের।

প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অশোক মাধব রায়, ইঞ্জিরিয়ার পি কে চৌধুরী, হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষেন্দু কুমার পাল।

প্রশান্ত মল্লিক ও পিংকি পালের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট ধৃতপদ সেন, পূজা উদযাপন পরিষদ সিলেটের সভাপতি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, শ্রীহট্ট ব্রাহ্মসমাজের সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, অমিত চক্রবর্তী, আশীষ রতন চক্রবর্তী প্রমোদ রঞ্জন চক্রবর্তী প্রমুখ।

সভায় বক্তারা জানান, এ প্রকল্পের আওতায় সারা দেশে প্রায় ৪১ হাজার পুরোহিত-সেবাইতদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১ হাজার ৬শজনকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হিন্দু আইন, আইসিটিও ভূমি আইনের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। সভায় বক্তারা দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন ও হিন্দু ফাউন্ডেশন গঠনের জোর দাবি জানান।

সম্মেলনে সিলেট বিভাগের চার জেলার পুরোহিত ও সেবাইতরা অংশগ্রহণ করেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১০

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১১

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১২

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৩

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৬

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৭

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৮

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১৯

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

২০
X