দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরানের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাবেক সাংসদ মোস্তাক আহমেদ চৌধুরী, সংরক্ষিত মহিলা এমপি কানিজ ফাতেমা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাবু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা তাপস রক্ষিত, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। এ সময় সাইমুম সরওয়ার কমল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রায় কক্সবাজারে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিয়ে দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে থাকবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রা এবং আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ আসন জনগণ শেখ হাসিনাকে উপহার দেবো ইনশাআল্লাহ।
মন্তব্য করুন