রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাবির সাবেক ছাত্রসহ দুজন হিযবুত তাহরীর ‘সন্দেহে’ গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : কালবেলা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্যের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহীর অ্যান্টি টেররিজম ইউনিট। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী নগরীর কেদুরমোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে রাজশাহীর অ্যান্টি টেররিজম ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন সাতক্ষীরা জেলার কাশিগঞ্জ থানার চকরাম গোবিন্দপুর এলাকার ওমর ফারুক (২৮) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দোকলা ডাঙ্গা এলাকার আসিফ শাহরিয়ার (২১)।

গ্রেপ্তারকৃত ওমর ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০২০ সালে স্নাতক সম্পন্ন করে বর্তমানে একটি হার্ডওয়ার কোম্পানিতে কর্মরত আছেন। আর গ্রেপ্তারকৃত আসিফ শাহরিয়ার বর্তমানে রাজশাহী সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগে স্নাতক ১ম বর্ষের ছাত্র।

অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অ্যান্টি টেররিজম ইউনিটের নিজস্ব নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর, কেদুর মোড় বৌ বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে আসামিদের কাছ থেকে হিযবুত তাহরীরের কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, প্রচারপত্র, কার্যক্রম, খিলাফত প্রতিষ্ঠার আহ্বান, দল গঠনের প্রক্রিয়া, রাষ্ট্র ও গণতন্ত্র বিরোধী লেখনীসহ বিপুল পরিমাণ উগ্রবাদী দালিলিক কাগজপত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তাররা একটি বাসা ভাড়া নিয়ে গোপনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীরের’ কার্যক্রম পরিচালনা, সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে গোপন বৈঠকে বসে রাষ্ট্র বিরোধী পরিকল্পনায় নিয়োজিত ছিল। গ্রেপ্তারকৃত আসামিরা বিগত প্রায় ৫ বছর ধরে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমের সঙ্গে জড়িত। তারা উভয়েই রাজশাহী অঞ্চলে ‘হিযবুত তাহরীর’র অন্যতম সংগঠক হিসেবে কাজ করে আসছেন।

আসামিরা বিভিন্ন এনক্রিপ্টেড মোবাইল অ্যাপস ব্যবহার করে সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছিল। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’র অন্যান্য সদস্যদের সহায়তায় রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, হত্যা, দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে সরকার বিরোধী পোস্টারিং, অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে উগ্রবাদী, জননিরাপত্তা বিঘ্ন, জনমনে ত্রাস ও আতংক সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করে আসছিল।

এর আগে ২০২৩ সালের ১৬ এপ্রিল অ্যান্টি টেররিজম ইউনিট কর্তৃক ‘হিযবুত তাহরীর’র দুজন সদস্য মামুন অর রশিদ ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের পর আরএমপি, রাজশাহীর বোয়ালিয়া থানায় মামলা হয়। বোয়ালিয়া থানার মামলা নম্বর- ২৬। আর গ্রেপ্তারকৃত ওমর ফারুক এজাহারনামীয় পলাতক আসামি। গ্রেপ্তারকৃত অপর আসামি আসিফ শাহরিয়ার একই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, অ্যান্টি টেররিজম ইউনিট অভিযান পরিচালনা করেছিল। তারা দুজনকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, চূড়ান্ত প্রতিপক্ষ

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ শিকদার গ্রেপ্তার

কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় প্রয়োজনে আন্দোলন করতে হবে : গভর্নর

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

গ্রামীণ ব্যাংকে আগুন

কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি

এনসিপির কমিটিতে বিএনপির সাবেক নেতারা

এপেক্স ফুটওয়্যার সেলস কনফারেন্স ২০২৫

জুলাই হত্যাযজ্ঞ / কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

আ.লীগ নেতা মির্জা আজমের খালাতো ভাই গ্রেপ্তার

১১

নির্মমভাবে ৩৩ বছর বয়সেই প্রাণ হারালেন বার্সেলোনার ফুটবলার

১২

চবি ভর্তি পরীক্ষায় আবেদন ২ লাখ ৩০ হাজার ছাড়াল

১৩

ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

১৪

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা কুমার শানুর; চাইলেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

১৫

বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে কত লাগবে জানা গেল

১৬

ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৭

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হীরা, অর্ধকোটির মালিক দুই বন্ধু

১৮

বিছানায় নাশতা, উহ, ওটা বোরিং: মেহজাবীন

১৯

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুঁশিয়ারি

২০
X