বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

কামালপুর হানাদারমুক্ত দিবস আজ

কামালপুরে স্মৃতিস্তম্ভ। ছবি : কালবেলা
কামালপুরে স্মৃতিস্তম্ভ। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কামালপুর রণাঙ্গন। পাকিস্তানি সেনাবাহিনীর ১৬২ জন সদস্য অস্ত্রসহ আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসর্মপণ করেন। কামালপুর মুক্ত হওয়ার মধ্যে দিয়ে সূচিত হয় জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল তথা ঢাকা মুক্ত হওয়ার পথ।

জানা যায়, ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের গুরুত্বপূর্ণ স্থান বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর রণাঙ্গন। এই সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের মহেন্দ্রগঞ্জে। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে থাকা ১১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী কর্নেল আবু তাহের বীর উত্তম। মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর রাজধানী ঢাকা দখলের সহজ ও একমাত্র পথ ছিল এটি।

এদিকে ঢাকা দখলের উদ্দেশে হানাদার বাহিনী ধানুয়া কামালপুরে শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছিল। এই শক্তিশালী ঘাঁটির পতন ঘটানোর লক্ষ্যে কর্নেল আবু তাহেরের নেতৃতে ১২ জুন থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সেনাদের দফায় দফায় সম্মুখ যুদ্ধ হয়। সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধ হয় ৩১ জুলাই রাতে। সম্মুখ যুদ্ধে ক্যাপ্টেন সালাহ উদ্দিনসহ ১৯৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ ও শত্রু পক্ষের একজন মেজরসহ ৪৯৭ জন নিহত হয়। এই যুদ্ধে পাকিস্তানি সেনাদের একটি মর্টার শেলের আঘাতে সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের গুরুতর আহত হন এবং একটি পা হারান। ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী হানাদার বাহিনীর কামালপুর বিওপিতে আঘাত হানে। মাত্রাতিরিক্ত আর্টিলারি গোলা বর্ষণ করেও তেমন কোনো ক্ষতি করা সম্ভব হয়নি।

এরপর বিমান হামলার মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর বিওপি ধ্বংস করার সিদ্ধান্ত হয়। শুরু হয় বিমান আক্রমণ। প্রতিটি মিশনের পর মেজর জেনারেল গিল পাক বিওপি কমান্ডার ক্যাপ্টেন আহসানকে আত্মসমর্পণ করার জন্য একটি করে চিঠি পাঠান। মৃত্যু নিশ্চিত জেনেও ৪ ডিসেম্বর শত্রু সেনা বিওপিতে প্রথম চিঠি নিয়ে যান বীর মুক্তিযোদ্ধা বশীর আহমদ বীর প্রতীক। চিঠিতে লেখা ছিল ‘তোমাদের চারদিকে যৌথ বাহিনী ঘেরাও করে রেখেছে। বাচঁতে চাইলে আত্মসর্মপণ কর। তা না হলে মৃত্যু অবধারিত’।

এই চিঠি পেয়েও অগ্নিমূর্তি ধারণ করে পাকসেনা কমান্ডার আহসান মালিক। বশিরের ফিরতে বিলম্ব হওয়ায় আরেকটি চিঠি দিয়ে বীর মুক্তিযোদ্ধা সঞ্জুকে পাঠানো হয় পাকিস্তানি সেনা ক্যাম্পে। চিঠির জবাব না পাওয়ায় শুরু হয় চূড়ান্ত বিমান হামলা। অবস্থা বেগতিক দেখে অস্ত্রসহ পাকিস্তানি বাহিনীর কামালপুর ক্যাম্পের গ্যারিসন কমান্ডার আহসান মালিকসহ ১৬২ জনের একটি দল আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এতে হানাদারমুক্ত হয় কামালপুর রণাঙ্গন।

এরপর কামালপুর মাঠে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর থেকেই ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী!

‘জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে আইনি ভিত্তি বাধ্যতামূলক’

আবারও বিচার নিয়ে আইসিসির দ্বারস্থ ভারত, নেপথ্যে যে কারণ

উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কী হতে যাচ্ছে?

ছিনতাইকারীদের হাতে স্কুলশিক্ষার্থী খুন / ‘জীবনের চাইতেও কি রিকশার মূল্য বেশি’

গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

চলে গেলেন খলনায়ক শাহজাদ ভোলা

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান হোন ৭ সহজ উপায়ে

হৃদয় ভালো রাখতে নিয়মিত খান এই ৫ সবজি

১০

বৃষ্টি আরও কতদিন, জানাল আবহাওয়া অফিস

১১

সরকারি চাকরিজীবীদের বেতন কত হওয়া উচিত, মতামত দেওয়া যাবে অনলাইনে 

১২

ভাত রান্না করছিলেন স্বামী-স্ত্রী, বজ্রপাতে গেল প্রাণ

১৩

রাজশাহীর এই পূজামণ্ডপ যেন সমাজ সচেতনতার প্রতীকী মঞ্চ

১৪

আহানের ৫ নায়িকা

১৫

বিয়েবাড়িতে চলছিল রান্নাবান্না, হঠাৎ ম্যাজিস্ট্রেটের হানা

১৬

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মাবলম্বীকে নিয়ে সুন্দর দেশ গড়বে : কফিল উদ্দিন 

১৮

সমালোচনার মধ্যে বড় সুখবর পেলেন সাকিব

১৯

ঢাকার আদালত থেকে পালানো আসামি ফেনীতে গ্রেপ্তার

২০
X