বিএনপির ডাকা ৯ম দফা অবরোধের ২য় দিনে রাঙামাটিতে মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
সোমবার (৪ নভেম্বর) সকালে তবলছড়ি খাদ্য গুদাম এলাকা থেকে তবলছড়ি সেতু পর্যন্ত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেয়।
এ সময় ছাত্রদলের নেতারা বলেন, এ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। এবারো তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়। দেশের মানুষ এ প্রহসনের নির্বাচন মেনে নেবে না। আমরা সিইসির পদত্যাগ ও তপশিল বাতিলের দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিল শেষে তবলছড়ি ব্রিজে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে আরও অংশ নেন জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল মজিদ নান্টু, সহসভাপতি বায়েজিদ রনি, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদসহ প্রমুখ।
মন্তব্য করুন