সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

তৈমূরের আয় বেড়েছে দেড় গুণ, স্ত্রীর সম্পদ বেড়েছে ৬৬ গুণ

তৈমূর আলম খন্দকার। ছবি : সংগৃহীত
তৈমূর আলম খন্দকার। ছবি : সংগৃহীত

তৈমূর আলম খন্দকারের গত দুই বছরে নগদ টাকা, ব্যাংকে জমা করা অর্থসহ অস্থাবর সম্পদ বেড়েছে। বার্ষিক আয় বেড়েছে দেড় গুণ। পাশাপাশি গত দুই বছরে তার স্ত্রীর নামে নগদ টাকা, ব্যাংক জমাকৃত অর্থ, এফডিআরসহ অস্থাবর সম্পদ বেড়েছে ৬৬ গুণ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন তিনি। নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এই সম্পদের হিসাব জানা গেছে।

২০২২ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র থেকে মেয়র পদে নির্বাচন করেন তৈমূর আলম খন্দকার। সে সময় তার দাখিল করা হলফনামা ও এবারের সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। অবশ্য দুই বছরের ব্যবধানে তার স্থাবর সম্পদ হিসেবে কৃষি ও অকৃষি জমির পরিমাণ কমেছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হলফনামায় তৈমূর আলম বাড়ি ও অ্যাপার্টমেন্ট থেকে বছরে ভাড়া দেখিয়েছিলেন ৫ লাখ ৭৪ হাজার টাকা। বর্তমানে তিনি বাড়ি ও দোকান বা অন্যান্য ভাড়া থেকে বছরে আয় করেন ৭ লাখ ৭২ হাজার টাকা। ২০২২ সালে আইন পেশা থেকে তার বার্ষিক আয় ছিল সোয়া দুই লাখ টাকা- যা বেড়ে বর্তমানে ৪ লাখ টাকা। সব মিলিয়ে দুই বছর আগে তার বার্ষিক আয় ছিল ৮ লাখ ২১ হাজার টাকা। বর্তমানে যা ১২ লাখ ১৯ হাজার টাকা।

দুই বছর আগে অস্থাবর সম্পদ হিসেবে তৈমূর আলমের নামে নগদ ৫ লাখ টাকা ছিল। তার নিজের নামে ৫ ভরি সোনা, টিভি, ফ্রিজ, কম্পিউটার, খাট, সোফা দেখানো হয়েছিল। এবারের হলফনামা অনুযায়ী তৈমূরের নগদ ৬ লাখ ৫১ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৩৬ লাখ ৬৮ হাজার টাকাসহ মোট অস্থাবর সম্পদ রয়েছে ৪৩ লাখ ২০ হাজার টাকা। তার কাছে থাকা স্বর্ণের পরিমাণ বেড়ে হয়েছে ১৬ ভরি। গত সিটি করপোরেশন নির্বাচনের হলফনামায় যৌথ মালিকানায় থাকা ২০০ শতাংশ কৃষি জমি ও ৩০ শতাংশ অকৃষি জমি দেখানো হলেও এবার তা দেখানো হয়নি।

এ বিষয়ে তিনি বলেন, যৌথ মালিকানায় থাকা জমি বিক্রি করায় নগদ টাকা ও ব্যাংকে জমার অর্থ বেড়েছে। তিনি আরও বলেন, আমার দুই মেয়ে একজন আমেরিকা ও লন্ডন থাকে। তারা বিদেশ থেকে টাকা পাঠায়।

গত সিটি করপোরেশন নির্বাচনে তৈমূর আলম খন্দকার তার হলফনামায় স্ত্রী হালিমা ফারজানার নামে অস্থাবর সম্পদ হিসাবে নগদ টাকা দেখিয়েছিলেন দুই লাখ। এ ছাড়া ১২ ভরি স্বর্ণ, ইলেকট্রনিকসামগ্রী এসি, ওভেন, ওয়াশিং মেশিন ও আসবাবপত্রের মধ্যে আলমারি, শোকেস, টেবিল, চেয়ার দেখানো হয়। কিন্তু এবার হালিমা ফারজানার নামে নগদ ৪৩ লাখ ৫০ হাজার টাকা, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা, এফডিআর ২৮ লাখ ৯৯ হাজার টাকাসহ মোট ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদ দেখানো হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, তার শ্বশুরবাড়ির লোকজন সবাই বিদেশে থাকেন। দেশে থাকেন শুধু তার স্ত্রী। তারা শ্বশুরবাড়ি মানিকগঞ্জে দৌলতপুর গ্রামে পারিবারিকভাবে মসজিদ নির্মাণ করছেন। সেই মসজিদ নির্মাণের টাকা তার স্ত্রীর কাছে পাঠান। প্রতিবছর বিদেশে থাকা তার আত্মীয়স্বজন জাকাত, ফিতরা ও কোরবানির টাকাও তার স্ত্রীর কাছে পাঠান। আইন পেশা থেকেও ভালো টাকা আয় করেন তিনি।

তৈমূর পেশা হিসেবে দেখিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। বর্তমানে তার বিরুদ্ধে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ১০। এরমধ্যে ৫টি মামলা আদালতে বিচারাধীন, উচ্চ আদালত থেকে স্থগিত ৩টি। অভিযোগ শুনানির পর্যায়ে রয়েছে দুটি মামলা।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৈমূর ছাড়াও আওয়ামী লীগের মনোনীত বর্তমান সংদস সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক, তার ছেলে স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মুর্তজা, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভুঁইয়া, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ শহীদুল ইসলাম, জাকের পার্টির জোবায়ের আলম ও জাতীয় পার্টি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও জয়নাল আবেদীন প্রার্থী হয়েছেন।

তৈমূর আলম খন্দকার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেন। তিনি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। বিএনপির এই বহিষ্কৃত নেতা বর্তমানে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির মহাসচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X