কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকি, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে শোকজ

লিটন সরকার। ছবি : সংগৃহীত
লিটন সরকার। ছবি : সংগৃহীত

কুমিল্লায় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে উদ্দেশ্য করে হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান এ নোটিশ দেন। চিঠিতে রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে বা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। আর নৌকা প্রতীকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। কালাম দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনে অংশ নিতে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।

নির্বাচন সামনে রেখে মঙ্গলবার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার বলেন, ‘বাঘের থাবা থেকে বাঁচার ক্ষমতা আছে, কিন্তু রাজী ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী ফখরুল তো পরের কথা, আগে আমাদের থাবা থেকে বাঁচো। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। আরে কম্পিটিশন তো দূরের কথা, তোর ক্ষমতা থাকলে পারলে আমার সামনে দাঁড়া।’ স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে উদ্দেশ্য করে লিটন আরও কথা বলেন।

লিটনের ওই বক্তব্যের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় খবরও ছাপা হয়। এরপরই লিটনের কাছে কারণ দর্শানোর নোটিশ আসে।

চিঠিতে বলা হয়, আপনার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির লঙ্ঘন। ওই ভিডিও ক্লিপটি কমিটির কাছে সংরক্ষিত আছে। এ অবস্থায় ওই বিষয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না সেই মর্মে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারের কাছে জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, ‘আমি কারণ দর্শানোর চিঠি পেয়েছি। যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা কাটছাট করে দেওয়া হয়েছে। সময়মতো আমি কারণ দর্শানোর জবাব দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ডের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান 

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথম জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

নদীতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্তকে যে শাস্তি দিল এলাকাবাসী

কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত পা

‘আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করব না’

১০

ফিশিং বোটে মিলল ৩৭৫ বস্তা সিমেন্ট, গন্তব্য ছিল মিয়ানমার

১১

ছাত্রদলের দুই নেতাকে শোকজ 

১২

ফুটবল ও ক্রিকেট, দুই বিশ্বকাপেই খেলবে যেসব দেশ

১৩

চুল পড়া আর খুশকির সমস্যা বাড়াচ্ছেন নিজের ৬ অভ্যাসে

১৪

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

১৫

অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু

১৬

নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন আহমদ

১৭

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

১৮

১ যুগের নতুন দিগন্তে কুবিসাস

১৯

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু 

২০
X