চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে গ্রামগঞ্জে সবজির বাজারে ধস নামলেও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। দিনাজপুরের খানসামায় কমেছে সব ধরনের সবজির দাম কিন্তু এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম চড়া। খানসামা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে দুইশ টাকায়। দাম বাড়তি থাকায় হতাশ নিম্ন আয়ের মানুষ।
ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় দেশে আবারও অসহনীয় হচ্ছে পেঁয়াজের বাজার। চাহিদার তুলনায় উৎপাদন, আমদানি ও সরবরাহ পর্যাপ্ত থাকলেও বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।
শনিবার (৯ ডিসেম্বর) সবজি বাজারে ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে কম বেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ দুইশ টাকা দরে বিক্রি করছে দোকানিরা।
বাজারে সবজি কিনতে আসা আ. রাজ্জাক বলেন, ‘সব তরকারিতে পেঁয়াজের প্রচলন রয়েছে। কিন্তু পেঁয়াজ এখন আমাদের সাধ্যের বাইরে। হঠাৎ এমন দামে আমি হতাশ। অন্যান্য সবজির দাম এখন হাতের নাগালেই আছে। সবজির দাম কম থাকলেও পেঁয়াজের দাম চড়া। এ রকম দাম সারা বছর থাকলে পেঁয়াজ খাওয়া হবে না। অতি দ্রুত বাজার নিয়ন্ত্রণ জরুরি’।
খানসামা বাজারের বিক্রেতা শাহীন বলেন, ‘ভারত পেঁয়াজ আমদানি বন্ধ করার খবরে এমনটা হয়েছে। আমরা প্রতি কেজি পেঁয়াজ পাঁচ টাকা লাভে বিক্রি করছি। এতে আমাদের করার কিছু নেই, সব মহাজনরা করেন।’
মন্তব্য করুন