খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙা হলো মাঠে দাঁড়িয়ে থাকা সেই সেতুটি

সংযোগ সড়কহীন অব্যবহৃত সেতু অপসারণের কাজ চলছে। ছবি : কালবেলা
সংযোগ সড়কহীন অব্যবহৃত সেতু অপসারণের কাজ চলছে। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামায় আট বছর ধরে অকেজো পড়েছিল কালামাটিয়া নদীর ওপর নির্মিত সংযোগ সড়কহীন সেতু। সংবাদ প্রকাশের পর সেই সেতুটি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। একইসঙ্গে সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প বাস্তবায়নও চলছে পুরোদমে।

স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা কর্তৃপক্ষের নজরে আসে এবং প্রশাসনিক উদ্যোগে শুরু হয় কার্যকর ব্যবস্থা।

২০১৪ সালের ১০ মে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ৪৭ লাখ ৪২ হাজার ৭১৮ টাকা ব্যয়ে আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী গ্রামে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নির্মাণের তিন বছরের মধ্যেই ২০১৭ সালের বন্যায় সেতুটির এক পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এর পর দীর্ঘ আট বছরেও সেই সড়ক পুনর্গঠন করা হয়নি।

গত ২৯ এপ্রিল কালবেলায় ‘মাঠের মধ্যে পড়ে আছে ৪৭ লাখ টাকার সেতু’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হলে বিষয়টি দ্রুত নজরে আসে প্রশাসনের। এর পরপরই উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) উদ্যোগ নেয় সমস্যার সমাধানে।

সংবাদ প্রকাশ করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা আবু রাশেদ বলেন, এটি আমাদের জন্য অনেক আনন্দের খবর। সাংবাদিকদের মাধ্যমে এটি দারুণ প্রভাব পড়েছে।

স্থানীয় চিকিৎসক আব্দুস সালাম বলেন, আমরা অনেক কষ্টে পারাপার হই। এবার আশার মুখ দেখতে পেয়েছি। সেতুটি হলে আমাদের দুঃখ লাঘব হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান কালবেলাকে বলেন, মরিয়ম বাজারের সেতুটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এটি এখন কার্যকারিতাহীন হয়ে পড়েছে। বর্তমানে সেতুটি অপসারণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজও দ্রুত এগিয়ে চলছে। সেতু অপসারণ করা হলে নতুন সেতুর কার্যক্রম শুরু হবে। নতুন সেতুটি আধুনিক মানদণ্ডে নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে দীর্ঘমেয়াদে জনগণের ভোগান্তি দূর হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার কালবেলাকে বলেন, সংবাদ প্রকাশের পর আমরা দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করি। সড়ক ও সেতু নিয়ে যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যেই তা দৃশ্যমান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে আইপিএল নিলামে নিষিদ্ধ হ্যারি ব্রুক

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন, রাখা হলো যে নাম

তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের বিপ্লব ঘটবে : ফখরুল ইসলাম

পেঁয়াজ রোপণে শ্রমিক সংকট, মাঠে নেমেছে শিক্ষার্থীরা

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

প্রকাশ্যে যুবকের হাতের কবজি কাটায় গ্রেপ্তার ৩

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন চিকিৎসক

নির্বাচনের তপশিল চলতি সপ্তাহে : সিইসি

ইংল্যান্ডের দুর্দশা বাড়িয়ে অ্যাশেজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার 

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

১০

নির্বাচনে কতটা প্রভাব ফেলবে জুলাই গণঅভ্যুত্থান, জরিপ যা বলছে

১১

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা 

১২

ভয়াবহ আগুনে পুড়ল ১০ দোকান

১৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৪

ব্রাকসু নির্বাচন / ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ নামে শিবিরের প্যানেল ঘোষণা 

১৫

খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান মঞ্চে দুর্বৃত্তদের আগুন

১৬

৭ লক্ষণে বুঝবেন একজন আলফা পুরুষ আপনাকে পছন্দ করে

১৭

ইউক্রেন নিয়ে বিভক্ত ইউরোপ-আমেরিকা, কী করবেন ট্রাম্প?

১৮

মেঘনা-গোমতী সেতুর নিচে মিলল বোমা সদৃশ বস্তু

১৯

মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন : শেখ মঈনুদ্দিন 

২০
X