শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙা হলো মাঠে দাঁড়িয়ে থাকা সেই সেতুটি

সংযোগ সড়কহীন অব্যবহৃত সেতু অপসারণের কাজ চলছে। ছবি : কালবেলা
সংযোগ সড়কহীন অব্যবহৃত সেতু অপসারণের কাজ চলছে। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামায় আট বছর ধরে অকেজো পড়েছিল কালামাটিয়া নদীর ওপর নির্মিত সংযোগ সড়কহীন সেতু। সংবাদ প্রকাশের পর সেই সেতুটি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। একইসঙ্গে সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প বাস্তবায়নও চলছে পুরোদমে।

স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা কর্তৃপক্ষের নজরে আসে এবং প্রশাসনিক উদ্যোগে শুরু হয় কার্যকর ব্যবস্থা।

২০১৪ সালের ১০ মে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ৪৭ লাখ ৪২ হাজার ৭১৮ টাকা ব্যয়ে আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী গ্রামে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নির্মাণের তিন বছরের মধ্যেই ২০১৭ সালের বন্যায় সেতুটির এক পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এর পর দীর্ঘ আট বছরেও সেই সড়ক পুনর্গঠন করা হয়নি।

গত ২৯ এপ্রিল কালবেলায় ‘মাঠের মধ্যে পড়ে আছে ৪৭ লাখ টাকার সেতু’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হলে বিষয়টি দ্রুত নজরে আসে প্রশাসনের। এর পরপরই উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) উদ্যোগ নেয় সমস্যার সমাধানে।

সংবাদ প্রকাশ করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা আবু রাশেদ বলেন, এটি আমাদের জন্য অনেক আনন্দের খবর। সাংবাদিকদের মাধ্যমে এটি দারুণ প্রভাব পড়েছে।

স্থানীয় চিকিৎসক আব্দুস সালাম বলেন, আমরা অনেক কষ্টে পারাপার হই। এবার আশার মুখ দেখতে পেয়েছি। সেতুটি হলে আমাদের দুঃখ লাঘব হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান কালবেলাকে বলেন, মরিয়ম বাজারের সেতুটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এটি এখন কার্যকারিতাহীন হয়ে পড়েছে। বর্তমানে সেতুটি অপসারণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজও দ্রুত এগিয়ে চলছে। সেতু অপসারণ করা হলে নতুন সেতুর কার্যক্রম শুরু হবে। নতুন সেতুটি আধুনিক মানদণ্ডে নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে দীর্ঘমেয়াদে জনগণের ভোগান্তি দূর হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার কালবেলাকে বলেন, সংবাদ প্রকাশের পর আমরা দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করি। সড়ক ও সেতু নিয়ে যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যেই তা দৃশ্যমান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐক্যে যাতে ফাটল না ধরে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে : সাকি

পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ীকে খুন, গ্রেপ্তার ১

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু

৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের সিরিজ জয়

আইওজেএইচের পুরস্কার প্রত্যাহার করল ডিজিটাল মিডিয়া ফোরাম

আঙ্গোলায় অদ্ভুত প্রীতি ম্যাচে গোল–অ্যাসিস্টে আলো ছড়ালেন মেসি

মোহাম্মদপুরে গোপন ককটেল কারখানার সন্ধান, যা পাওয়া গেল

ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি মহাসচিব

পরকীয়ার জেরে ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা : এবার প্রেমিকা শামীমা গ্রেপ্তার

১০

বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১১

ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা করার কারণ জানা গেল

১২

ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন : মোশারফ হোসেন

১৩

বিরোধ মিটালেন সালাউদ্দিন আহমদ, বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন দোলা

১৪

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

১৫

ডিসেম্বরে তপশিল না হলে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন সম্ভব নয় : দুলু

১৬

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা

১৭

প্রত্যাহার করা ২০ ডিসিকে যেসব মন্ত্রণালয়ে পদায়ন

১৮

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

১৯

প্রেমিকাকে ভিডিও কলে রেখে পর্যটকের আত্মহত্যা

২০
X