খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙা হলো মাঠে দাঁড়িয়ে থাকা সেই সেতুটি

সংযোগ সড়কহীন অব্যবহৃত সেতু অপসারণের কাজ চলছে। ছবি : কালবেলা
সংযোগ সড়কহীন অব্যবহৃত সেতু অপসারণের কাজ চলছে। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামায় আট বছর ধরে অকেজো পড়েছিল কালামাটিয়া নদীর ওপর নির্মিত সংযোগ সড়কহীন সেতু। সংবাদ প্রকাশের পর সেই সেতুটি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। একইসঙ্গে সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প বাস্তবায়নও চলছে পুরোদমে।

স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা কর্তৃপক্ষের নজরে আসে এবং প্রশাসনিক উদ্যোগে শুরু হয় কার্যকর ব্যবস্থা।

২০১৪ সালের ১০ মে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ৪৭ লাখ ৪২ হাজার ৭১৮ টাকা ব্যয়ে আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী গ্রামে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নির্মাণের তিন বছরের মধ্যেই ২০১৭ সালের বন্যায় সেতুটির এক পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এর পর দীর্ঘ আট বছরেও সেই সড়ক পুনর্গঠন করা হয়নি।

গত ২৯ এপ্রিল কালবেলায় ‘মাঠের মধ্যে পড়ে আছে ৪৭ লাখ টাকার সেতু’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হলে বিষয়টি দ্রুত নজরে আসে প্রশাসনের। এর পরপরই উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) উদ্যোগ নেয় সমস্যার সমাধানে।

সংবাদ প্রকাশ করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা আবু রাশেদ বলেন, এটি আমাদের জন্য অনেক আনন্দের খবর। সাংবাদিকদের মাধ্যমে এটি দারুণ প্রভাব পড়েছে।

স্থানীয় চিকিৎসক আব্দুস সালাম বলেন, আমরা অনেক কষ্টে পারাপার হই। এবার আশার মুখ দেখতে পেয়েছি। সেতুটি হলে আমাদের দুঃখ লাঘব হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান কালবেলাকে বলেন, মরিয়ম বাজারের সেতুটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এটি এখন কার্যকারিতাহীন হয়ে পড়েছে। বর্তমানে সেতুটি অপসারণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজও দ্রুত এগিয়ে চলছে। সেতু অপসারণ করা হলে নতুন সেতুর কার্যক্রম শুরু হবে। নতুন সেতুটি আধুনিক মানদণ্ডে নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে দীর্ঘমেয়াদে জনগণের ভোগান্তি দূর হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার কালবেলাকে বলেন, সংবাদ প্রকাশের পর আমরা দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করি। সড়ক ও সেতু নিয়ে যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যেই তা দৃশ্যমান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

এশিয়া কাপে পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আহত আম্পায়ার

‘ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান পাইলট মুনতাসির’

শাহীনের অলরাউন্ড পারফরম্যান্সে সুপার ফোরে পাকিস্তান

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

এশিয়া কাপে পাকিস্তান ওপেনারের লজ্জার রেকর্ড

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং

ভারতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণে ১৯ জনের মৃত্যু

বনানীতে দুই শিসা বারে ডিএনসির অভিযান

১০

বয়কটের হুমকি দিয়েও না করার কারণ জানালেন পিসিবি প্রধান

১১

কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ

১২

শাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানের

১৩

‘গোলাপী খালার’ পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৪

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি মঙ্গলজনক হবে না: নীরব

১৫

চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সমালোচনার কারণ কী?

১৬

রাকসু নির্বাচন / ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি ছাত্রশিবিরের

১৭

দীর্ঘ ৬ বছর পর বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

১৮

ফ্যাসিবাদের মতো তামাকও দেশ থেকে নির্মূল করতে হবে : ফরিদা আখতার

১৯

ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু

২০
X