তীব্র গরমে তালের শাঁস খেতে গাছে ওঠেন কালু গাজী (৪০)। সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মৈশাদি বাজারের কাছে শেখবাড়িতে এ ঘটনা ঘটে। পেশায় শ্রমিক কালু গাজী মৈশাদি গাজীবাড়ির মৃত রশিদ গাজির ছেলে। স্ত্রীসহ তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, মৈশাদি বাজারের কাছে শেখবাড়িতে তাল পাড়তে উঠেন কালু। তার কচি তালের শ্বাস (লেপা) খাওয়ার ইচ্ছা হয়েছিল। গাছের মাথায় ওঠার পর হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কালু গাজী মূলত গরমে গাছে উঠতে উঠতে হাঁফিয়ে গিয়েছিলেন। তাই নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারেননি বলেই এ ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
মন্তব্য করুন