নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ দিন পর নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া আদমপুর বাগ এলাকার একটি পুকুর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। ওই ছাত্রের নাম আরাফাত মিয়া (১১)।
আরাফাত মিয়া উপজেলার ভারগাঁও কাজিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণিতে পড়ত।
জানা গেছে, গত ২ ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি আরাফারত। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৪ ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার চাচা মানিক মিয়া। নিখোঁজের ৬ দিন পর শনিবার দুপুরে বাড়ির পাশে আদমপুর বাগ এলাকার স্থানীয় কাশেম মিয়ার পুকুরে একটি ভাসমান মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত আরাফাতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে শনিবার বিকেলে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা একটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ড জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন