ফেনীর ছাগলনাইয়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারসাজি করে বৃদ্ধি করা পেঁয়াজের দাম হঠাৎ ২২০ থেকে কমে বিক্রি হয় ১০০ টাকা কেজি দরে।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত দেখে কিছুক্ষণ আগেও যে পেঁয়াজ দোকানদার ২২০ টাকা বিক্রি করেছে তা মুহূর্তেই ১০০ টাকা নেমে আসে। ওই সময় পেঁয়াজ কিনতে মানুষের ভিড় লেগে যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেঁয়াজ অস্থিতিশীল করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বিভিন্ন লোকাল বাজারের সংকট দেখিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করার জন্য অর্থাৎ যদি কোনো অসাধু ব্যবসায়ী চড়া দামে পেঁয়াজ বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন