রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে মায়ের মৃত্যু, দুই ছেলের অবস্থা আশঙ্কাজনক

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় অগ্নিদগ্ধ হয়ে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ সময় তার দুই সন্তান আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাদের প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) মধ্যরাতে বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফরিদা ইয়াসমিন (৪৮)। তিনি দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। তার স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপন।

এ ঘটনায় দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন ফরিদার দুই ছেলে রাশিদুল ইসলাম (২৬) ও রাফিউল বাসার (২০)। রাশিদুল রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এ বছর এমবিবিএস সম্পন্ন করেছেন। রাফিউল একাদশ শ্রেণির ছাত্র।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনিন জানান, রাশিদুলের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। আর রাফিউলের ৫০ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। দুই ভাইয়ের অবস্থাই আশঙ্কাজনক। রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সকালে তাদের নিয়ে পরিবারের লোকজন ঢাকায় রওনা হয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পরিবারের সবাই মিলে পশু কোরবানি করেন। সেই মাংস কিছু রান্নাবান্না করে পরিবারের সবাই মিলে রাতে খাওয়া-দাওয়া করেন। খাওয়া শেষে এজাজুল বাশার স্বপন রাজশাহী নগরীর বাসায় চলে আসেন। দুই ছেলেকে নিয়ে মা ফরিদা ইয়াসমিন ছিলেন গ্রামের বাড়িতে। গভীর রাতে অগ্নিকাণ্ডের শিকার হন তারা। শোয়ার ঘরেই দগ্ধ হয়ে মারা যান ফরিদা।

বাগমারার গণিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন বলেন, উপজেলার মাদারিগঞ্জ বাজারে আশা সিনেমা হলটি কিনে নিয়ে তারা সেখানে বসবাস করত। নিচতলায় দোকান, দ্বিতীয় তলায় একটি এনজিও ভাড়া থাকে আর তৃতীয় তলায় পরিবারটি বসবাস করত। গত রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছে, দুজন হাসপাতালে আছে। তাদের ঢাকায় নেওয়া হচ্ছে। তবে, কীভাবে আগুন লাগল এটি কেউই বলতে পারছে না। যারা বেঁচে আছে তারাও কথা বলতে পারছে না।

বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন বলেন, ভোর পৌনে ৪টার দিকে তারা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। তাদের যেখানে রান্নার ব্যবস্থা আছে সেখানে গ্যাস এবং খড়ি দিয়ে রান্নার ব্যবস্থা আছে। সেখানেই আগুনটা বেশি লেগেছিল।

তিনি আরও বলেন, আগুন নেভানোর সময় শোয়ার ঘরের মেঝে থেকে ফরিদা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন ওপর থেকে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। তাকে বাড়ির পাশের গাছপালার ভেতর পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০৩৯ সালে বিরল যে ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হামলা

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১০

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১১

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

১২

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

১৩

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

১৪

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১৫

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১৬

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১৭

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৮

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৯

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

২০
X