রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে মায়ের মৃত্যু, দুই ছেলের অবস্থা আশঙ্কাজনক

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় অগ্নিদগ্ধ হয়ে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ সময় তার দুই সন্তান আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাদের প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) মধ্যরাতে বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফরিদা ইয়াসমিন (৪৮)। তিনি দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। তার স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপন।

এ ঘটনায় দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন ফরিদার দুই ছেলে রাশিদুল ইসলাম (২৬) ও রাফিউল বাসার (২০)। রাশিদুল রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এ বছর এমবিবিএস সম্পন্ন করেছেন। রাফিউল একাদশ শ্রেণির ছাত্র।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনিন জানান, রাশিদুলের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। আর রাফিউলের ৫০ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। দুই ভাইয়ের অবস্থাই আশঙ্কাজনক। রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সকালে তাদের নিয়ে পরিবারের লোকজন ঢাকায় রওনা হয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পরিবারের সবাই মিলে পশু কোরবানি করেন। সেই মাংস কিছু রান্নাবান্না করে পরিবারের সবাই মিলে রাতে খাওয়া-দাওয়া করেন। খাওয়া শেষে এজাজুল বাশার স্বপন রাজশাহী নগরীর বাসায় চলে আসেন। দুই ছেলেকে নিয়ে মা ফরিদা ইয়াসমিন ছিলেন গ্রামের বাড়িতে। গভীর রাতে অগ্নিকাণ্ডের শিকার হন তারা। শোয়ার ঘরেই দগ্ধ হয়ে মারা যান ফরিদা।

বাগমারার গণিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন বলেন, উপজেলার মাদারিগঞ্জ বাজারে আশা সিনেমা হলটি কিনে নিয়ে তারা সেখানে বসবাস করত। নিচতলায় দোকান, দ্বিতীয় তলায় একটি এনজিও ভাড়া থাকে আর তৃতীয় তলায় পরিবারটি বসবাস করত। গত রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছে, দুজন হাসপাতালে আছে। তাদের ঢাকায় নেওয়া হচ্ছে। তবে, কীভাবে আগুন লাগল এটি কেউই বলতে পারছে না। যারা বেঁচে আছে তারাও কথা বলতে পারছে না।

বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন বলেন, ভোর পৌনে ৪টার দিকে তারা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। তাদের যেখানে রান্নার ব্যবস্থা আছে সেখানে গ্যাস এবং খড়ি দিয়ে রান্নার ব্যবস্থা আছে। সেখানেই আগুনটা বেশি লেগেছিল।

তিনি আরও বলেন, আগুন নেভানোর সময় শোয়ার ঘরের মেঝে থেকে ফরিদা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন ওপর থেকে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। তাকে বাড়ির পাশের গাছপালার ভেতর পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

কর্ণফুলীর তীরে নতুন আশা

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১০

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১১

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১২

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

১৩

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

১৪

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরে কারাদণ্ড

১৫

ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি!

১৬

ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্য আটক

১৭

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা মোস্তফা জামানের উঠান বৈঠক

১৮

শতাধিক সনাতনী যোগ দিলেন বিএনপিতে

১৯

উপদেষ্টা পরিষদে ১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন

২০
X