সুরঞ্জিত নাগ, ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ২৪ ঘণ্টায়ও ময়নাতদন্ত হয়নি, লাশের অপেক্ষায় স্বজনরা

ফেনী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ফেনী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

হাসপাতালের মর্গে আদরের সন্তানের মরদেহ। পারিবারিক কবরস্থানে দাফনের জন্য প্রস্তুত করা, মর্গের বাইরে লাশের জন্য অপেক্ষা স্বজনদের। অথচ ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও লাশের ময়নাতদন্ত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। দিনভর অসহায়ের মতো হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে থেকেও মেলেনি স্বজনের লাশ। ফেনী জেনারেল হাসপাতালে মর্গের সামনে এমন চিত্রের দেখা মিলেছে।

জানা যায়, শনিবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকার আবু বক্করের ঘর থেকে তার বড় ছেলে আবু সাঈদের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্বজনরা। নিজ শয়নকক্ষে গলায় বেল্ট পেছিয়ে আত্মহত্যা করেন সে। পরে তাকে উদ্ধার করে ওইদিন রাত ২টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে প্রেরণ করে। এরপর কেটে গেছে পুরো একটা দিন। রোববার (১০ ডিসেম্বর) পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করলেও সময় শেষ হয়ে যাওয়ার অজুহাতে লাশের ময়নাতদন্ত করেনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর আলম সুমন।

নিহতের মামা আবদুল খালেক বলেন, আমার ভাগনে এলাকায় একটি সুতার মিলে কাজ করত। সেখানে স্বর্ণা নামে এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা জেনেছি। ওইদিনও আত্মহত্যার আগে ওই মেয়ের সঙ্গে ৪৫ মিনিট কথা বলেছে সে। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার ভাগনের লাশ হাসপাতালের মর্গে আনা হলেও ময়নাতদন্ত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার সকালে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন ও তদন্তের কাজ শেষ করে দুপুরে আরএমওকে ফোন দিলে ৩টার পর ময়নাতদন্ত হবে না বলে জানিয়ে দেন। অথচ লাশ পাওয়ার আশায় আমরা বাড়িতে কবর খোঁড়াসহ লাশ দাফনের সব কার্যক্রম সম্পন্ন করেছি। ডাক্তার ইচ্ছে করলে ময়নাতদন্ত করতে পারতেন। শুধুমাত্র খামখেয়ালির কারণে লাশ পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ বিষয়ে জানতে ময়নাতদন্তের দায়িত্বে থাকা ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. শাহিনুর আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।

এ প্রসঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, লাশের ময়নাতদন্ত না হওয়ার বিষয়টি তিনি জেনোছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে কর্তব্যরত আরএমও ডা. শাহিনুর আলমের কাছে কৈফিয়ত জানতে চাওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে 

তিন যুবকের কোমরে মিলল আট কোটি টাকার স্বর্ণ

হাসপাতালে খালেদা জিয়া

ইসির রোডম্যাপে দেশ নির্বাচনের দিকে আরেক ধাপ এগিয়ে গেল : সমমনা জোট

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ শাবির ৮৫ শিক্ষকের

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা চুয়েটের

আল আরাফা ব্যাংকের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, কারাগারে ৮

দাবি আদায় হয়নি, নতুন ঘোষণা শিক্ষার্থীদের

রমনা বিভাগের ডিসিকে নিয়ে অপপ্রচার

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় এবি পার্টির প্রতিক্রিয়া 

১০

বাস্তবায়ন হয়নি ৩৫ বছর আগের খুবি ক্যাম্পাসের মহাপরিকল্পনা

১১

ঋতুপর্ণার বাবা কখনোই চাননি মেয়ে নায়িকা হোক

১২

প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

১৩

ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

১৪

পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি

১৬

গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া নীতিগত অনুমোদন

১৭

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ ক্লোজড

১৮

গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না, জানাল মিশর

১৯

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার বক্তব্য

২০
X