রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এমপি ওমর ফারুকের কার্যালয়ের সামনের ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার

থিম ওমর প্লাজা ও রাজনৈতিক কার্যালয় সংলগ্ন ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ছবি : কালবেলা
থিম ওমর প্লাজা ও রাজনৈতিক কার্যালয় সংলগ্ন ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ছবি : কালবেলা

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের সামনের ম্যানহোল থেকে নয়নাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এর আগে পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা নানা আলামত সংগ্রহ করেন। দুই-তিন দিন আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মৃত নয়নাল উদ্দিন রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর থান্দারপাড়া মহল্লার বাসিন্দা। তার মানিব্যাগে একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। এ ছাড়া, তার হাতে ঘড়ি, পরনে প্যান্ট-শার্ট, পকেটে গুলের কৌটা, লাইটার, ছোট একটি কাঁচি পাওয়া গেছে।

মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করে স্বজনরা বলেন, নয়নালের স্ত্রী-সন্তান নেই। তিনি ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হওয়ায় দিনের বেশির ভাগ সময় দলীয় কার্যালয়সহ দলের নেতাদের সঙ্গেই থাকতেন।

সরেজমিনে দেখা গেছে, একই সীমানা প্রাচীরের ভেতরে এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন ১০ তলা থিম ওমর প্লাজা ও একতলা রাজনৈতিক কার্যালয়। থিম ওমর প্লাজার প্রথম থেকে সাত তলা পর্যন্ত শপিংমল। আর সপ্তম থেকে ১০ তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট। এই ভবনের ১০ তলার একটি অ্যাপার্টমেন্টে থাকেন এমপি ফারুক। এই ভবনের পাশেই এমপি ফারুকের রাজনৈতিক কার্যালয়। থিম ওমর প্লাজা ও রাজনৈতিক কার্যালয়ের মাঝামাঝি স্থানে পেছন দিকের সীমানা প্রাচীরসংলগ্ন ছোট একটি ম্যানহোল। সেখানেই পড়ে ছিল ওই ব্যক্তির লাশ। রাজনৈতিক কার্যালয় ও থিম ওমর প্লাজার চারপাশ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। যেখানে ম্যানহোল, সেই স্থানটির ওপরে মোটা রডের নেট দিয়ে ঘেরা। দেয়াল টপকে কেউ সেখানে ঢুকতে পারবে না।

ওমর ফারুক চৌধুরী এবারও এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন। নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার পর তিনি তার রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিনই দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় বসছেন। প্রচুর লোকসমাগম হচ্ছে সেখানে। এই লাশের ব্যাপারে কথা বলতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

থিম ওমর প্লাজার সিকিউরিটি ইনচার্জ জুবায়ের হোসেন বাপ্পী বলেন, প্রতিদিন সকালে নিরাপত্তা প্রহরীরা চারপাশ ঘুরে দেখেন। মঙ্গলবার সকালে রোম্মান নামের একজন নিরাপত্তা প্রহরী রাজনৈতিক কার্যালয়সংলগ্ন শৌচাগারের ম্যানহোলে মরদেহটি পড়ে থাকতে দেখেন। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে বিষয়টি এমপি ওমর ফারুক চৌধুরীকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় ম্যানহোল থেকে তোলার সময় কয়েক স্থানে শরীরের চামড়া উঠে গেছে। তাই কোনো আঘাত ছিল কি না তা বোঝা যায়নি। ময়নাতদন্তের পর এটি চিকিৎসকরা বলতে পারবেন। আপাতত ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, আপাতত এই ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। পরে ময়নাতদন্তে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১০

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১১

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১২

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৩

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৪

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৫

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

১৬

তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে একটি গোষ্ঠী : আবিদ

১৭

জামায়াত কী হিন্দুদের স্বর্গের টিকিটও দেবে : সেলিম জাহাঙ্গীর

১৮

ঢাকা-১৮ আসনে কফিল উদ্দিনের উদ্যোগে উঠান বৈঠক

১৯

সংবাদ সম্মেলনে অভিযোগ / রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে হত্যা মামলা প্রত্যাহারের পাঁয়তারা 

২০
X