রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে আড়ানি পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামও রয়েছেন। উপজেলার আড়ানি রেলস্টেশনের আগুন লাগানো এবং চলন্ত ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আড়ানি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম (৫৪), জহুরুল মন্ডল (৪৩), রুহুল আমীন (৪০), মুক্তার হোসেন (৪৩), আকতার হোসেন (২২), আসতুল আলী (৪২), মিল্টন আলী (৩৮), তবিবুর রহমান (৫৮), মশিউর রহমান ওরফে মন্টু (৪৫), ফরিদ আহম্মেদ (৬০) ও রব্বিল আলী প্রামাণিক (৬০)।
বাঘা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, উপজেলার আড়ানি রেলস্টেশনের আগুন লাগানো এবং নাশকতার মামলায় তাদের আটক করা হয়েছে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন