চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থনে দুই দিন ধরে নৈশ ভোজ আয়োজন করা হয়েছে বলে অভিযোগে তুলে প্রার্থীকে লিখিত বাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় স্বশরীরে জেলা ও দায়রা জজ আদালত ভবন-২ এ উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা জানতে এ নোটিশ করেন, নির্বাচনী এলাকা-৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ নির্বাচনী অনুসন্ধান কমিটি চেয়ারম্যান এবং শিবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান।
এ প্রসঙ্গে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন বলেন, নির্বাচন অনুসন্ধান কমিটি এক স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে নোটিশ করেছেন। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন