ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থীদের বাদে অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে না ঢুকতে দেওয়ার হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ফুলহরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাজীপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শান্তি সমাবেশে তিনি বলেন, এলাকার সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে শুধু নৌকার পক্ষেই কাজ করবেন। এখানে অন্য কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। কেন্দ্রে শুধু নৌকার এজেন্টরাই থাকবে।
এই বক্তব্য দেওয়ার পর থেকে এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুলহরী ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মাঝে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল।
এ তথ্য নিশ্চিত করে ফুলহরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, এক পর্যায়ে ছোটভাই বিপুল মুখ ফসকিয়ে কথাগুলো বলে ফেলেছেন। এভাবে বলা তার ঠিক হয়নি। আমরা কিছু নেতাকর্মীরা সাথে সাথে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছি।
এ ব্যাপার জেলা আওয়ামী লীগের সদস্য ও ফুলহরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল জানান, আমি ওমনভাবে কথাগুলো বলিনি।
মন্তব্য করুন