হবিগঞ্জে মাধবপুরে চা বাগান এলাকায় সড়কে ডাকাতির মূলহোতা ও লুণ্ঠিত মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ র্যাব-৯-এর মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল। আটককৃতরা হলো বিজয়নগর থানার চানপুর গ্রামের নাজমুল, হৃদয় ও রিপন।
র্যাব জানায়, গত বুধবার রাতে মাধবপুর উপজেলার চা বাগান এলাকায় রাস্তায় যানবাহনে ডাকাতি করে একদল ডাকাত। এ ঘটনার এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাত ডাকাতদের নামে একটি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে শুক্রবার (১৫ ডিসেম্বর) র্যাব-৯-এর একটি টিম ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় র্যাব ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে। অভিযুক্তদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন