নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই জনতার কাছে জনসংযোগ ও প্রচারে বেরিয়ে পড়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মো. শাহরিয়ার আলম।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকা (মীরগঞ্জ, হেলালপুর, হাবাসপুর) নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি।
এ সময় বাঘা উপজেলা আওয়ামী লীগসহ ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশে আলহাজ মোহাম্মদ শাহারিয়ার আলম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, গণতন্ত্রের মানস কণ্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা জনগণের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে বাঘা-চারঘাটে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে যেমন কাঁচা রাস্তা পাকা করা, ১০০ ভাগ বিদ্যুৎ সম্পূর্ণ উপজেলা গঠন, বিভিন্ন স্কুল-কলেজ নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন