প্রতিমন্ত্রীর নির্বাচনী এজেন্টসহ স্বতন্ত্র এক প্রার্থীর এজেন্টকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সোমবার (১৮ ডিসেম্বর) যশোর-৫ মনিরামপুর আসনের দুই এমপি পদপ্রার্থীর নির্বাচনী এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যর নির্বাচনী এজেন্ট রুহুল আমিন ও স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর নির্বাচনী এজেন্ট মিকাইল হোসেনকে এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান কালবেলাকে বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর সমর্থকেরা নির্বাচনী এজেন্ট মিকাইল হোসেনের নেতৃত্বে মনিরামপুর সোনালী ব্যাংক সংলগ্ন সড়কে জটলা সৃষ্টি করে। এতে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ) অনুযায়ী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মিকাইল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, যশোর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী স্বপন ভট্টাচার্যের (প্রতিমন্ত্রী) নির্বাচনী এজেন্ট রুহুল আমিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়ায় নেহালপুর ইউনিয়নের কালিবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার সভার আয়োজন করেন। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (খ) অনুযায়ী আচরণবিধি অনুসরণ না করায় রাত সাড়ে ৮টার দিকে রুহুল আমিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন