কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১২:১৯ এএম
অনলাইন সংস্করণ
ভোট ডাকাতি নিয়ে যুবলীগ নেতার বিতর্কিত বক্তব্য

স্থানীয় সরকারকে ব্যবস্থা নিতে ইসির চিঠি, ৮ জনকে আইনজীবীর নোটিশ 

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পথসভায় বক্তব্য দিতে গিয়ে যুবলীগ নেতা ও উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেছেন, নৌকার বিজয় নিশ্চিত করতে গেল উপজেলা নির্বাচনে তার নেতৃত্বে ৮টি কেন্দ্রে ভোট ডাকাতি করা হয়।

তার বিতর্কিত এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেন বিরোধী পক্ষ। এমনকী সরকারি দলের নেতারাও বিষয়টি নিয়ে সমালোচনা করেন।

সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর বক্তব্যের বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক সাক্ষরিত এ চিঠিতে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা ইসিকে অবহিত করতে বলা হয়।

অপরদিকে, যুবলীগ নেতা ও উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর বিতর্কিত বক্তব্যে আইনগত ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারসহ ৮ জনকে আইনি নোটিশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সহ সম্পাদক ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান খান। ৮ জুন এ নোটিশ দেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নোটিশপ্রাপ্তরা হলেন, নির্বাচন কমিশন সচিব, কক্সবাজার জেলা প্রশাসক, কক্সবাজার, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, উখিয়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। নোটিশে তিনি বলেন, গত ৭ জুন কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘আমি ভোট ডাকাতি করেছি বলেই আপনি উপজেলা চেয়ারম্যান’ এবং ‘৮ কেন্দ্রে ভোট ডাকাতি করে নৌকার জয় নিশ্চিত করেছি : যুবলীগ নেতা’ শিরোনামে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে নির্বাচনে অনিয়ম নিয়ে স্বীকারোক্তি দিয়েছেন যুবলীগ নেতা ইমরুল। যা নোটিশ দাতার নজরে আসে।

তার বক্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় সংগঠিত অনিয়ম, নির্বাচনী ফলাফল পরিবর্তন সুস্পষ্ট। নির্বাচন নিয়ে সৃষ্ট বর্তমান বিতর্ক এবং নির্বাচনী অনিয়মের বিষয়ে তার বক্তব্যটি তথ্যভিত্তিক স্বীকারোক্তি। তার বক্তব্য থেকে এটাও স্পষ্ট ওই নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত সকলেই অনিয়ম ও ভোট ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। এবং এ অনিয়মে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তা প্রার্থী কায়সারুল হক জুয়েল এবং ইমরুল কায়েস চৌধুরী সরাসরি ভোট ডাকাতিতে সম্পৃক্ত ছিলেন। যা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর ৭০, ৭৩, ৭৭, ৭৯, ৮০ ও ১ এর বিধি স্পষ্ট লঙ্ঘন।

তাই নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে কক্সবাজার সদর উপজেলা নির্বাচনের ফলাফল বাতিল এবং উক্ত নির্বাচনে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে নির্বাচনী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ আইজিপির

‘সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল’

মহাসমাবেশ সফলে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা

পাপনের দুর্নীতির খোঁজে বিসিবিতে দুদকের চিঠি

ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক : ফারুকী

ফ্ল্যাট থেকে ১৮ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় রিপন রিমান্ডে

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

‘মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ’

দুর্নীতির অভিযোগে কনকসাস থেকে বাইজিদ সা’দকে অব্যাহতি

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের বিপক্ষে পাকিস্তানের কূটনৈতিক জয়

১০

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

১১

জবিতে টোকেন সিস্টেমে নির্ধারিত গ্যারেজে সাইকেল রাখার নির্দেশ

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১৩

কার্টুনে কুকুরের ছবি / প্রথম আলোর সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলার আবেদন

১৪

গাজীপুরে জাল সনদে চাকরি, দুই শিক্ষিকার এমপিও স্থগিত

১৫

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে ভাতিজিকে তুলে নিলেন যুবলীগ নেতা

১৬

মূলধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার : শিক্ষা উপদেষ্টা

১৭

ময়লার ভাগাড়ে পাওয়া কাটা পা কার?

১৮

যশোরে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী-সতিন পলাতক

১৯

বলাৎকারের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু

২০
X