গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ি থানার উপপরিদর্শক আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোনাবাড়ি ফ্লাইওভারের ওপর গাড়িচাপায় এক যুবক (২৬) নিহত হয়েছেন। গাড়িচাপায় তার মাথা থেঁতলে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরনে জিন্স প্যান্ট ও চেক শার্ট রয়েছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন