শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আ.লীগের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারপিটের অভিযোগ

বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকারের কর্মীকে এই সিএনজিতে মারধর করে পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ছবি : কালবেলা
বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকারের কর্মীকে এই সিএনজিতে মারধর করে পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ছবি : কালবেলা

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকারের কর্মীকে মারধর করে পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে তার কর্মী রশিদুল ইসলামকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার জনতা ব্যাংকের সামনে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেন রশিদুল ইসলাম।

তার অভিযোগ, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর কর্মী সমর্থকরা এই হামলা চালান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অজয় কুমার সরকারের কর্মী হিসেবে কাজ করছেন উপজেলার বড়দীঘি এলাকার বাসিন্দা রাশিদুল ইসলাম। রশিদুল আদমদীঘি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।

ট্রাক প্রতীকের প্রার্থী খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। মেহেদী আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রাজুর ছেলে। রাজু এবারের নির্বাচনে বগুড়া-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। পরে আসনটিতে জোটের শরিক জাতীয় পার্টির প্রার্থীর জন্য ছেড়ে দেয় আওয়ামী লীগ।

লিখিত অভিযোগে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের সামনে কাঁচি প্রতীকের প্রার্থী অজয় কুমারের নির্বাচনী প্রচারণার কাজ করছিলেন রশিদুল ইসলাম। এ সময় সেখানে ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে আদমদীঘি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হক আবুর নেতৃত্বে সুমিনুল ইসলাম, নয়ন হোসেন ও মো. সাগরসহ অন্তত আরও ২৫ জন এসে রশিদুলের কাছে থেকে ১০ হাজার হ্যান্ড পোস্টার ছিনিয়ে নেন। তারা রশিদুলের শার্টের কলার ধরে এলোপাথাড়ি কিল, ঘুষি মারে। পরে একই দিন বিকেলে রশিদুলের বাড়ির সামনে আসেন হামলাকারীরা। সেখানে তার পথরোধ করে ফের হামলার চেষ্টা করলে রশিদুল পালিয়ে যান।

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম বলেন, নির্বাচনে অজয় কুমার সরকারের হয়ে কাজ করার পর থেকে আমার ওপর হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। বুধবার ট্রাক প্রতীকের প্রার্থীর লোকজন আমাকে মারধর করে হ্যান্ড পোস্টার কেড়ে নিয়েছে। তারা হুমকি দিয়ে বলেছে, ২৪ ঘণ্টার মধ্যে কাঁচি প্রতীকের প্রচারণা থেকে সরে আসতে হবে। না হলে জানে মেরে ফেলবে।

কাঁচি প্রতীকের প্রার্থী অজয় কুমার সরকার বলেন, আমার কর্মীদের একের পর এক ভয় দেখাচ্ছে তারা। এ বিষয়ে জেলার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করার প্রস্তুতি চলছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীকে ফোন করা হয়। কিন্তু তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী। তিনি বলেন, আমরা অভিযোগটি তদন্ত করব। তদন্তের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১০

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১১

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১২

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৩

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৪

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৫

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৬

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৭

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৮

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৯

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

২০
X