বশির হোসেন, খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় কঠিন চ্যালেঞ্জের মুখে নৌকার ৩ প্রার্থী

খুলনার ৬টি আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। ছবি : সংগৃহীত
খুলনার ৬টি আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনের মধ্যে তিনটিতেই কঠিন চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা। রাজনৈতিক প্রেক্ষাপটে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় খুলনা- ১, ২ ও ৩ আসনে এখনো আওয়ামী লীগের জয় অনেকটা নিশ্চিত। বাকি ৪, ৫, ৬ তিনটি আসনেই নৌকার প্রার্থীকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, খুলনার ৬টি আসনের বিপরীতে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৫৯ জন। এর মধ্যে থেকে ৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ২৯ জনকে বৈধ ও ২৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। পরে নির্বাচন কমিশনে আপিল করে আরও ১০ জন প্রার্থিতা ফিরে পান। এই ৩৯ জনের মধ্যে থেকে ৫ জন প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতীক পেয়েছেন ৩৪ জন। এ ছাড়া গত সোমবার উচ্চ আদালতের আদেশে আরেকজন প্রার্থিতা ফিরে পেয়েছেন, কেটলি প্রতীক নিয়ে তিনিও লড়বেন খুলনা-৪ আসনে।

খুলনা-১ আসন থেকে এবার লড়ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ননী গোপাল মন্ডল, জাতীয় পার্টির লাঙলের প্রার্থী কাজী হাসানুর রশিদ, তৃণমূল বিএনপির সোনালী আঁশের প্রার্থী চন্দ্র প্রামানিক ও ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায়। এদের মধ্যে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডলের বিরুদ্ধে কোনো শক্ত প্রতিদন্দ্বী না থাকায় তার বিজয় অনেকটা নিশ্চিত।

খুলনা-২ আসন থেকে লড়ছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী শেখ সালাহউদ্দিন, জাতীয় পার্টির লাঙলের মো. গাউসুল আজম, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের দেবদাস সরকার, সাংস্কৃতিক মুক্তিজোটে (মুক্তিজোট) ছড়ি প্রতীকের বাবু কুমার রায়, বিএনএমের নোঙরের প্রার্থী মো. আব্দুল্লাহ আল আমিন ও ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. সাঈদুর রহমান। এদের মধ্যে আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য দলের প্রার্থীদের তেমন কোনো রাজনৈতিক পরিচিতি নেই। এ ছাড়া যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি নৌকার প্রার্থী শেখ সালাহউদ্দিন ব্যক্তিগত কর্মকর্তা (পিএস)। এই আসনেও আওয়ামী লীগের জয় অনেকটা নিশ্চিত।

খুলনা-৩ আসনে লড়ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম কামাল হোসেন, জাতীয় পার্টির লাঙলের মো. আব্দল্লাহ আল মামুন, জাকের পার্টির গোলাপ ফুলের এসএম সাব্বির হোসেন ও ঈগল প্রতীক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী। এই আসনেও শক্ত কোনো প্রতিদন্দ্বি না থাকায় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

খুলনার-৪ আসনে লড়ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় পার্টির লাঙলের মো. ফরহাদ আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির সোনালি আঁশের শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের ডাবের মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের মিনারের রিয়াজ উদ্দীন খান, বিএনএম প্রার্থী নোঙর প্রতীকের এস এম আজমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে মো. জুয়েল রানা, সোফা প্রতীকে এমডি এহসানুল হক ও ঈগল প্রতীকে মো. রেজভী আলম। এ ছাড়া উচ্চ আদালতের আদেশে সোমবার প্রার্থিতা ফিরে পেয়েছেন মোর্তজা রশিদী দারা। কেটলি প্রতীক নিয়ে নৌকার সব থেকে শক্ত প্রতিপক্ষ হিসাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।

আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী ১২ জনের বিরুদ্ধে লড়লেও এ আসনে তার মূল প্রতিদন্দ্বী হবেন মোর্তজা রশিদী দারা। তিনি খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ওই আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার আপন ছোট ভাই। নির্বাচনের মাঠে এই দুই শক্ত প্রতিদ্বন্দ্বীর মধ্যে কে এগিয়ে থাকবেন তা চূড়ান্ত করবেন ভোটাররা। ফলে ক্ষমতাসীন দলের প্রার্থীও হয়ে নির্বাচনে জিততে চ্যালেঞ্জের মুখে রয়েছেন সালাম মুর্শেদী।

খুলনার-৫ আসনে লড়ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় পার্টির লাঙলের মো. শাহীদ আলম ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের শেখ সেলিম আকতার। স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল প্রতীকে লড়ছেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। নারায়ণ চন্দ্রের বাড়ি ডুমুরিয়ায় হওয়ার কারণে ডুমুরিয়ায় তার প্রভাব রয়েছে তবে ফুলতলা ও খানজাহান আলী থানা এলাকায় ব্যপক প্রভাব রয়েছে শেখ আকরাম হোসেনের। তার দাবি এলাকা বাসী ও এই আসনের ভোটারদের চাপেই তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে লড়ছেন। ফলে এই আসনেও শক্ত প্রতিদনদ্বীতা হবে বলে মনে করেন ভোটাররা।

খুলনা-৬ আসনে লড়ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রশীদুজ্জামান, জাতীয় পার্টির লাঙলের মো. শফিকুল ইসলাম মধু, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের মো. আবু সুফিয়ান, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী মির্জা গোলাম আজম, বিএনএম প্রার্থী নোঙরের এস এম নেওয়াজ মোরশেদ, তৃণমূল বিএনপির সোনালী আঁশের মো. নাদির উদ্দিন খান ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জি এম মাহবুবুল আলম।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ফলে ভোটের মাঠে কে শেষ পর্যন্ত বিজয়ী হবেন তা নির্ভর করবে ভোটারদের ওপর।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফিন বলেন, ‘প্রতীক পেয়ে সকল প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যস্ত। রিটানিং কর্মকর্তা হিসাবে আমি সকল প্রার্থীর প্রচারনাসহ ভোটে নিরপেক্ষতা নিশ্চিত করেছি। কোন প্রার্থীও বিরুদ্ধে নির্বাচনী আইন অমান্য করার বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন যিনি

দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলে ট্রেনের বিশ্বরেকর্ড

ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান

কুমিল্লার যে আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ

ইসরায়েলের বিরুদ্ধে কিয়ার স্টারমারের কাছে আবেদন

সংবর্ধনাস্থলের ক্ষতি পুষিয়ে নিতে আমিনুল হকের নেতৃত্বে বিএনপির বৃক্ষরোপণ

সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল ইসরায়েল

অদ্ভুত অজুহাতে ৩ বছরে ৩ বিয়ে, অতঃপর...

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

১০

বাস-ট্রাক্টরের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

১১

ইসরায়েলের পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১২

৮০ ফুট উঁচু ক্রিসমাস ট্রি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১৩

নামাজরত ব্যক্তির ওপর গাড়ি তুলে দিল ইসরায়েলি সেনা

১৪

স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু, এসএমএসে জানা যাবে স্ট্যাটাস

১৫

চায়ের দোকানে ঢুকে পড়ল প্রাইভেটকার, নিহত দোকানি

১৬

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ৬ ​

১৭

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৮

ফরিদপুরের ঘটনা নিয়ে জেমসের আক্ষেপ

১৯

আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

২০
X