সিলেটের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই ছিনতাইকারীর নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয় ডালিম আহমদকে। এ হত্যা মামলার প্রধান আসামি শেখ মনির প্রকাশ কালা মনির (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কতলাপুর দক্ষিণপাড়া এলাকায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তার শেখ মনির প্রকাশ কালা মনির গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোতয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ কালবেলাকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডালিম আহমদ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার শেখ মনির প্রকাশ কালা মনিরকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কিন ব্রিজ এলাকায় টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই ছিনতাইকারীর নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে খুন হন ডালিম আহমদ। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
গত শুক্রবার (৮ আগস্ট) বিকেলে নিহতের মা রীতা বেগম কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ রয়েছে, এ ছাড়া অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্তব্য করুন