বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে রংপুরের পীরগাছায় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে পীরগাছা বাজারে উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে । এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষদের আগামী ৭ জানুয়ারির ‘পাতানো’ নির্বাচনে ভোট দিতে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান এবং অসহযোগ আন্দোলনের পক্ষে সমর্থন কামনা করেন।
গত বুধবার (২০ ডিসেম্বর) বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এ লক্ষ্যে দেশব্যাপী তিন দিনের গণসংযোগ এবং এক দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণের এই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী শনিবার পর্যন্ত। এ ছাড়া আগামী রোববার আবারও দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালিত করবে বিএনপি।
মন্তব্য করুন