গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়ায় দেড় ঘণ্টা পর চালু হলো ফেরি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ থাকায় ঢাকাগামী যানবাহন নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় আটকে থাকে। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ থাকায় ঢাকাগামী যানবাহন নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় আটকে থাকে। ছবি : কালবেলা

সূর্য ওঠার অনেক পরেও শনিবার (২৩ ডিসেম্বর) সকালে আকস্মিক ঘনকুয়াশা পড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। কুয়াশা কমলে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থেকে সকাল ১০টার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে মাঝনদীতে আটকে পড়ে ছোট-বড় ছয়টি ফেরি। সকাল সোয়া আটটার দিকে হঠাৎ ঘন কুয়াশায় ছেয়ে যায় চারদিক। দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে রো রো (বড়) ফেরি কেরামত আলী এবং ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকা ঢাকাগামী যানবাহন তোলা হচ্ছিল। সকাল সোয়া আটটার দিকে নদী অববাহিকা আকস্মিকভাবে ঘন কুয়াশায় ছেয়ে যায়। এ সময় দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটে আরেকটি রো রো ফেরি শাহপরানও যানবাহন বোঝাই করে নোঙর করে থাকতে বাধ্য হয়। কুয়াশা কাটতে শুরু করলে একে একে ঘাট থেকে ফেরি ছাড়তে শুরু করে। একইভাবে পাটুরিয়া ঘাটে নোঙরে থাকা ফেরিগুলো দৌলতদিয়া ঘাটের উদ্দেশে আসতে থাকে। দেড় ঘণ্টার মতো দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ থাকায় ঢাকাগামী শতাধিক যানবাহন নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় আটকে থাকে। এর আগে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি রো রো ফেরি এবং পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা দুটি রো রো ও দুটি ইউটিলিটি ফেরি মাঝনদীতে এসে ঘন কুয়াশার কবলে পড়ে। এতে ৬টি ফেরিতে ১৫০টির মতো যানবাহনের কয়েক শ’ যাত্রী দুর্ভোগে পড়েন।

রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামান পরিবহনের বাসচালক মজিবর গাজী বলেন, ‘সকালে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে এসে ফেরিতে ওঠার অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণের মধ্যে বাসটি ফেরিতে ওঠাই। হঠাৎ ঘনকুয়াশায় চারদিক ঢেকে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি ছাড়া বন্ধ করে দেয়’।

আকস্মিক কুয়াশার কারণে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন রাবেয়া পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক ফিরোজ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, আকস্মিক ঘন কুয়াশায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় তেমন প্রভাব না পড়লেও মাঝনদীতে থাকা ফেরিগুলো ঝুঁকিতে পড়েছিল। দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি বড়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা দুটি বড় ও দুটি ছোট ফেরি মাঝনদীতে কুয়াশার কবলে পড়ে। মাঝনদীতে ঘন কুয়াশায় ফেরি আটকে পড়ার খবর পেয়ে উভয় ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

রাজধানীতে আজ কোথায় কী

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

টিভিতে আজকের যত খেলা

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১০

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

১২

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

১৩

এক ইলিশ ১০ হাজার টাকা

১৪

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

১৫

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

১৬

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

১৭

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

১৮

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৯

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

২০
X