গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়ায় দেড় ঘণ্টা পর চালু হলো ফেরি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ থাকায় ঢাকাগামী যানবাহন নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় আটকে থাকে। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ থাকায় ঢাকাগামী যানবাহন নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় আটকে থাকে। ছবি : কালবেলা

সূর্য ওঠার অনেক পরেও শনিবার (২৩ ডিসেম্বর) সকালে আকস্মিক ঘনকুয়াশা পড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। কুয়াশা কমলে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থেকে সকাল ১০টার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে মাঝনদীতে আটকে পড়ে ছোট-বড় ছয়টি ফেরি। সকাল সোয়া আটটার দিকে হঠাৎ ঘন কুয়াশায় ছেয়ে যায় চারদিক। দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে রো রো (বড়) ফেরি কেরামত আলী এবং ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকা ঢাকাগামী যানবাহন তোলা হচ্ছিল। সকাল সোয়া আটটার দিকে নদী অববাহিকা আকস্মিকভাবে ঘন কুয়াশায় ছেয়ে যায়। এ সময় দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটে আরেকটি রো রো ফেরি শাহপরানও যানবাহন বোঝাই করে নোঙর করে থাকতে বাধ্য হয়। কুয়াশা কাটতে শুরু করলে একে একে ঘাট থেকে ফেরি ছাড়তে শুরু করে। একইভাবে পাটুরিয়া ঘাটে নোঙরে থাকা ফেরিগুলো দৌলতদিয়া ঘাটের উদ্দেশে আসতে থাকে। দেড় ঘণ্টার মতো দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ থাকায় ঢাকাগামী শতাধিক যানবাহন নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় আটকে থাকে। এর আগে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি রো রো ফেরি এবং পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা দুটি রো রো ও দুটি ইউটিলিটি ফেরি মাঝনদীতে এসে ঘন কুয়াশার কবলে পড়ে। এতে ৬টি ফেরিতে ১৫০টির মতো যানবাহনের কয়েক শ’ যাত্রী দুর্ভোগে পড়েন।

রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামান পরিবহনের বাসচালক মজিবর গাজী বলেন, ‘সকালে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে এসে ফেরিতে ওঠার অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণের মধ্যে বাসটি ফেরিতে ওঠাই। হঠাৎ ঘনকুয়াশায় চারদিক ঢেকে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি ছাড়া বন্ধ করে দেয়’।

আকস্মিক কুয়াশার কারণে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন রাবেয়া পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক ফিরোজ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, আকস্মিক ঘন কুয়াশায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় তেমন প্রভাব না পড়লেও মাঝনদীতে থাকা ফেরিগুলো ঝুঁকিতে পড়েছিল। দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি বড়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা দুটি বড় ও দুটি ছোট ফেরি মাঝনদীতে কুয়াশার কবলে পড়ে। মাঝনদীতে ঘন কুয়াশায় ফেরি আটকে পড়ার খবর পেয়ে উভয় ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

১০

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১১

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১২

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৩

সুর নরম আইসিসির

১৪

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৫

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৬

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৭

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১৮

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১৯

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X