আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুইজনকে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সহিদুল ইসলামের সঙ্গে বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের (৪৮) দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন অভিযোগ করে বলেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন শনিবার সন্ধ্যায় আমাকে নিয়ে নৌকার প্রচারে নামেন। পৃথকভাবে নৌকার প্রচারে নামেন আমার প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম। সন্ধ্যা ৭টার দিকে ডাবেরকুল বাজারে পৌঁছালে উপজেলা সভাপতি জামাল হোসেনের সঙ্গে আমাকে দেখে চেয়ারম্যান সহিদুল ইসলাম ক্ষিপ্ত হন এবং গালাগাল করেন। আমি চেয়ারম্যানের গালিগালাজের প্রতিবাদ করলে চেয়ারম্যান আমাকে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তার সমর্থক ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লিটন বেপারির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সমর্থক আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লিটন বেপারি বলেন, কামাল হোসেন তার সমর্থকদের নিয়ে আমার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাকেসহ আমার তিন সমর্থককে আহত করেছে।
হামলার অভিযোগ অস্বীকার করে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম বলেন, হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার সামনে লিটন মেম্বারের সঙ্গে কামালের সমর্থকদের সংঘর্ষ হয়।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি তার সামনে সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, নিজেদের মধ্যে ছোট খাট ঘটনা ঘটেছে যা নিয়ন্ত্রণ ও উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দিয়েছি।
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, এ ঘটনায় কোনো পক্ষই এখনো মামলা করেনি। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন