চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে বড়দিন উদযাপনে চার্চে নানা প্রস্তুতি

দিনভর চার্চগুলোতে সাজসজ্জা করা হচ্ছে। ছবি : কালবেলা
দিনভর চার্চগুলোতে সাজসজ্জা করা হচ্ছে। ছবি : কালবেলা

সারা দেশের ন্যায় চাঁদপুরেও প্রভু যীশু খ্রিষ্টের জন্মদিন বড়দিন উদযাপনে বর্ণিল উৎসবের আয়োজনে মেতে উঠেছে খ্রিষ্টিয়ান পল্লির বাসিন্দারা। দিনভর চার্চগুলো সাজসজ্জা ও একে অপরকে উপহার দেওয়ার ভাবনায় কাটাচ্ছেন ব্যস্ত সময়। বিষয়টি গুরুত্ব দিয়ে নির্বিগ্নে বড়দিন উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীও তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী শহরের ২টি খ্রিষ্টিয়ান মিশনপাড়া ঘুরলে বড়দিনের সাজ সাজ উৎসবের আমেজ দেখা যায়।

চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক সুভাষ মণ্ডল বলেন, শহরের দুটি মিশন পাড়ায় ৩৫টি খ্রিষ্টান পরিবারসহ সবমিলিয়ে প্রায় ২৫০ খ্রিষ্টান ধর্মালম্বী লোক এ জেলায় রয়েছেন। যারা চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চসহ মোট ৫টি চার্চে বড়দিনের মধ্য দিয়ে সর্বত্র প্রভু যীশুর শান্তির বার্তা পৌঁছাচ্ছেন। প্রশাসন থেকেও বড়দিনের আয়োজনে আমরা সর্বোচ্চ আইনি নিরাপত্তা পাওয়ার আশ্বাস পেয়েছি।

জানা যায়, খ্রিষ্টিয়ান ধর্মালম্বীদের জন্য এ জেলায় প্রধান উপাসনালয় হচ্ছে চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চ। যেটি শহরের প্রেস ক্লাব সড়কের কাছে অবস্থিত। যেই চার্চটির মোট সদস্য ১৩০ জন। এ ছাড়াও শহরের গুনরাজদি, সদরের বাগাদির গ্রাম পক্ষী দিয়া, লক্ষ্মীপুরের বহরিয়া এবং হাইমচর চরভৈরবীতে একটি করে সর্বমোট ৫টি ব্যাপ্টিস্ট চার্চ রয়েছে।

বড়দিনের আনন্দ প্রকাশ করতে গিয়ে জেনিমা, দীর্ঘসহ অন্যরা বলেন, প্রভু যীশু খ্রিষ্টের জন্মতিথির বাৎসরিক উৎসব বড়দিন উদযাপনে আমাদের সারা বছরের অধির আগ্রহ শেষ হচ্ছে রাতে। তাই আমরা এখন গোছাল ও পরিপাটিভাবে উৎসবের আমেজে উপহার প্রদান, সংগীত, বড়দিনের কার্ড বিনিময়, ধর্মোপাসনা, ভোজ, বড়দিনের বৃক্ষরোপণ, আলোকসজ্জা, মালা, যীশুর জন্মদৃশ্য এবং হলি সমন্বিত বিশেষ সাজসজ্জার প্রদর্শনী গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছি।

তারা আরও বলেন, এবার চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চে পাট দিয়ে স্টার, স্নোবেট, কাগজ দিয়ে ক্রিসমাস-ট্রি তৈরি করে সাজাচ্ছি। দিনটিতে সান্তাক্লজ বছর শেষে বিভিন্ন উপহার দিবে সেই প্রত্যাশায় রয়েছি। তাছাড়া একে অপরকে উপহার দেওয়া এবং সকলে মিলে একত্রে প্রার্থণা করার আনন্দে মেতে উঠব ভাবতেই খুব ভালো লাগছে।

বড়দিন প্রসঙ্গে চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চের পালক রসি বর্মণ বলেন, মাতা মেরির গর্ভ আলো করে শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন প্রভু যীশু খ্রিষ্ট। বড়দিনে প্রভুর শান্তির সেই বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলে বড়দিনের আনন্দে একি সহমর্মিতায় উপভোগ করবে প্রত্যাশা করছি। চার্চে সকালে প্রার্থনা, দুপুরে মধ্যাহ্ন ভোজ, সন্ধ্যায় ক্রিসমাস পোগ্রামে শিশুদের উপহার ও কেক কাটার মধ্য দিয়ে বড়দিনের আনন্দ সবাই ভাগাভাগি করবে। এ ছাড়া মিশন পাড়ার প্রত্যেকটি গৃহে নগর কীর্ত্তন করায় এখন উৎসবের আমেজ চলছে। আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিনের ধর্মীয় উৎসবসহ সকল আয়োজনে নিরাপত্তা দিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। তাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বিগ্নে বড়দিন উদযাপন করতে দিতে পুলিশ সজাগ রয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

চালক-পাম্পকর্মীর ফাঁদে অভিনেতা ফারহান, উধাও ১৬ লাখ টাকা!

সব ধরনের জাদুর ক্ষতি থেকে বাঁচার আমল

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এমএ মালিক

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‎ম্যাজিস্ট্রেট দেখে ইলিশ রেখে পালালেন জেলেরা

১০

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের অবিশ্বাস্য রেকর্ড

১১

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, বহু হতাহত

১২

মেহেরপুর উন্নয়নে এনসিপির ১৩ দফা ঘোষণা

১৩

নিজেই হোন নিজের প্রোডাক্টের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর

১৪

ট্রাম্পের প্রতিকৃতি খচিত মুদ্রা তৈরির পরিকল্পনা

১৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

১৬

চোখের ৫ লক্ষণই বলে দেবে আপনার কিডনি কোন অবস্থায় আছে

১৭

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

১৮

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়র কারাদণ্ড

১৯

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

২০
X