বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলো- উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু (৩২) ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নূরনবী।
রোববার (২৪ ডিসেম্বর) নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রিন্টু উপজেলার ভাটরা ইউনিয়নের রঞ্জয় তেঘরি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। সে রাতের আঁধারে সড়কে মশাল মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দেয়। নির্বাচনে ভোটারদের কেন্দ্রে না আসার জন্য লিফলেট বিতরণ করে। শনিবার তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। ওইদিন রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদল নেতা নূরনবীকে গ্রেপ্তার করা হয়েছে। সে পৌর এলাকার মাঝগ্রাম মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে গত ১৯ নভেম্বর উপজেলার ইউসুবপুর-তেঘরি এলাকায় মহাসড়কে চলন্ত ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন