ঝিনাইদহ-১ নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইকে নির্বাচনী প্রচারণার মঞ্চে রেখেই পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের তিন নেতার বিরুদ্ধে। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার ত্রিবেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী করার জন্য ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগ কর্মিসভার আয়োজন করে। সেখানে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লাসহ মঞ্চে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই যখন বক্তব্য দিচ্ছিলেন এমন সময় নির্বাচনী পর্যবেক্ষণের একটি দল সেখানে উপস্থিত হয়। তখন উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, মতিয়ার রহমান ও আব্দুল হাকিম আহমেদ মঞ্চ থেকে তড়িঘড়ি করে নেমে সরে পড়েন।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রেজাউল খাঁ জানান, নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ উপজেলা চেয়ারম্যান ও এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার খবরের পর তারা সকলে গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। ম্যাজিস্ট্রেটের গাড়ির হুইসেল শুনে গ্রেপ্তারের ভয়ে তারা তখন পালিয়ে যায়। এ বিষয়ে জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম আহমেদ ও যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করলেও ফোন রিসিভ হয়নি।
মন্তব্য করুন