রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক লিফলেট বিতরণের পাশাপাশি পথসভা করেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বালিয়াকান্দি বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ঈগল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথসভা করেন তিনি।
প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা প্রতীক নিয়ে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচনের অংশগ্রহণ করেছি। আমি আমার নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাই আমি নৌকা চেয়েছিলাম, পাইনি। নেত্রী যাকে ভালো মনে করেছেন তাকে দিয়েছেন। নৌকার সাথে ঈগল প্রতীকের কোনো বিরোধ নেই। ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে ঈগল প্রতীকে আমাকে ভোট দিয়ে বিজয় করবেন শহরে লিফলেট বিতরণ ও পথ সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ছিলেন।
মন্তব্য করুন