জয়পুরহাটের আক্কেলপুরে নির্বাচনী পথসভা চলাকালীন নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ মামলা করা হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, আক্কেলপুর হাসপাতাল গেটের পূর্ব দিকে গত বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্বাচনী পথসভা চলছিল। এ সময় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরীর নেতৃত্বে কাঁচি প্রতীকের মিছিলটি বিভিন্ন রকম স্লোগান দিতে দিতে পথসভা অতিক্রম করার সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হলে ৯ জন নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে নামসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অপর দিকে নৌকার পক্ষে আক্কেলপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল আলম চৌধুরী বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরীর নামসহ ২০ জন এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষের আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
মন্তব্য করুন