সনাতন ধর্মাবলম্বীরা উলুধ্বনি দিয়ে, গলায় ফুলের মালা এবং গাঁদা ফুল ছিটিয়ে বরণ করে নিয়েছেন ফেনী-২ আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার তুলাবাড়িয়া গ্রামের তুলাবাড়িয়া হাই স্কুল মাঠে ঘটেছে এমন ঘটনা।
ফেনী সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচন করছেন নিজাম উদ্দিন হাজারী। মূলত নির্বাচনী প্রচারে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
ভোট চাইতে গিয়ে নিজাম হাজারী বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। নির্বাচনী পথসভায় উপস্থিত আমার পিতৃতুল্য মুরুব্বী, মা-বোন ও এলাকাবাসী আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দেবেন। সুখে-দুঃখে আমি অতীতেও ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। একই সঙ্গে তাদের আশীর্বাদও চান নিজাম হাজারী।
তিনি আরও বলেন, সংসদ সদস্য না হলেও সনাতন ধর্মাবলম্বীদের জন্য কেউ থাকুক বা না থাকুক আমি আজীবন আপনাদের হয়ে থাকব।
এদিকে নিজাম উদ্দিন হাজারী শুক্রবার গণসংযোগে গেলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ও তাঁকে এক নজর দেখতে এলাকার আবালবৃদ্ধবণিতাসহ সব বয়সী মানুষ ছুটে আসেন। এ সময় প্রার্থী ও ভোটারদের মাঝে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শম্ভু বৈষ্ণব, স্থানীয় ভোটকেন্দ্রপ্রধান বীর মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র শীল, স্থানীয় ইউপি সদস্য মো. মানিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এর আগে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া, ভালুকিয়া, কালিদহ, সিলোনিয়া, গোবিন্দপুর, তুলাবাড়িয়া ভোটকেন্দ্রে গণসংযোগ করেন নিজাম উদ্দিন হাজারী।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, ফেনীর তিন আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৮ জন এবং ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি প্রার্থীদের প্রচারে আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানান।
মন্তব্য করুন