হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিম বাতাস ও কুয়াশায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তীব্র শীত আর হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জানা যায়,পঞ্চগড়ে গত কয়েকদিন থেকে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিম বাতাস ও প্রচণ্ড শীতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। তীব্র শীতের কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে।
গত ২-৩ দিন থেকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার পর আজ তা আবারও বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলেও হিমেল বাতাসে ঠান্ডা কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
এ ছাড়াও সারাদিন হিমেল বাতাস অনুভূত হওয়ায় ঠান্ডা আবহাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। এ প্রান্তিক অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে গেলেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।
এদিকে হিমেল বাতাসের পরিমাণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ জানান, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, যা গতকালও তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন