বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন বানচালের পায়তারা করলে হাত-পা ভেঙে দেওয়া হবে’

বরিশালে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত কর্মী সভা। ছবি : কালবেলা
বরিশালে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত কর্মী সভা। ছবি : কালবেলা

কেউ যদি নির্বাচন বানচালের পায়তারা করে ও অপপ্রচার চালায় তাহলে তাদের হাত-পা ভেঙে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন। নির্বাচন বাধাগ্রস্ত করা দেশদ্রোহীর সমান অপরাধ। আপনারা ওই স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময় সজাগ থাকবেন বলে মন্তব্য করেছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজারে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন।

দক্ষিণাঞ্চলের আলোচিত বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি। আওয়ামী লীগ প্রতিবারই কৌশলগত কারণে আসনটি জোট অথবা মহাজোটকে ছেড়ে দিয়ে আসছে।

বরাবরের মতোই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙল প্রতীকের গোলাম কিবরিয়া টিপুকে ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে উঠিয়ে নেওয়া হয়েছে। ফলে আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন তার প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন।

আওয়ামী লীগের এই নেতা মনোনয়ন হারিয়ে এতদিন চুপ থাকলেও রোববার বিকেলে তার কর্মী সমর্থক নিয়ে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে প্রচারে নেমেছেন।

এ সময় এসএম খালেদ হোসেন স্বপন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বরিশাল-৩ আসনে নৌকা দিলেও দল ও দেশের বৃহত্তর স্বার্থে তা আবার প্রত্যাহার করেছেন। মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে আসনটি ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। অতএব, এখানে লাঙ্গলই নৌকা। লাঙ্গল প্রতীকে ভোট দিলেই আমাকে তথা আওয়ামী লীগ সরকারকে ভোট দেওয়া হবে। তিনি আরও বলেন, গত বছর গোলাম কিবরিয়া টিপুকে এমপি বানানোর পর আওয়ামী লীগের খোঁজ রাখেনি। এবার আর সেটা হচ্ছে না। এবার তিনি আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ। আর ৭ জানুয়ারি সকালে ৬০ শতাংশ ভোটার কেন্দ্রে এনে ভোট প্রয়োগ করাবেন। কাস্ট ভোটের ৮০ শতাংশ ভোট লাঙ্গল প্রতীকে যেন পায় সেই লক্ষে কাজ শুরু করে দিন।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু বলেন, আমি যদি বিজয়ী হই তাহলে বিগত দিনের ভুলের আর পুনরাবৃত্তি হবে না। এবার আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়ন করব।

সভায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল চিশতি, দেলোয়ার হোসেন, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, ঢাকাস্থ বাবুগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ শিল্পিসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X