সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন বানচালের পায়তারা করলে হাত-পা ভেঙে দেওয়া হবে’

বরিশালে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত কর্মী সভা। ছবি : কালবেলা
বরিশালে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত কর্মী সভা। ছবি : কালবেলা

কেউ যদি নির্বাচন বানচালের পায়তারা করে ও অপপ্রচার চালায় তাহলে তাদের হাত-পা ভেঙে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন। নির্বাচন বাধাগ্রস্ত করা দেশদ্রোহীর সমান অপরাধ। আপনারা ওই স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময় সজাগ থাকবেন বলে মন্তব্য করেছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজারে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন।

দক্ষিণাঞ্চলের আলোচিত বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি। আওয়ামী লীগ প্রতিবারই কৌশলগত কারণে আসনটি জোট অথবা মহাজোটকে ছেড়ে দিয়ে আসছে।

বরাবরের মতোই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙল প্রতীকের গোলাম কিবরিয়া টিপুকে ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে উঠিয়ে নেওয়া হয়েছে। ফলে আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন তার প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন।

আওয়ামী লীগের এই নেতা মনোনয়ন হারিয়ে এতদিন চুপ থাকলেও রোববার বিকেলে তার কর্মী সমর্থক নিয়ে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে প্রচারে নেমেছেন।

এ সময় এসএম খালেদ হোসেন স্বপন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বরিশাল-৩ আসনে নৌকা দিলেও দল ও দেশের বৃহত্তর স্বার্থে তা আবার প্রত্যাহার করেছেন। মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে আসনটি ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। অতএব, এখানে লাঙ্গলই নৌকা। লাঙ্গল প্রতীকে ভোট দিলেই আমাকে তথা আওয়ামী লীগ সরকারকে ভোট দেওয়া হবে। তিনি আরও বলেন, গত বছর গোলাম কিবরিয়া টিপুকে এমপি বানানোর পর আওয়ামী লীগের খোঁজ রাখেনি। এবার আর সেটা হচ্ছে না। এবার তিনি আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ। আর ৭ জানুয়ারি সকালে ৬০ শতাংশ ভোটার কেন্দ্রে এনে ভোট প্রয়োগ করাবেন। কাস্ট ভোটের ৮০ শতাংশ ভোট লাঙ্গল প্রতীকে যেন পায় সেই লক্ষে কাজ শুরু করে দিন।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু বলেন, আমি যদি বিজয়ী হই তাহলে বিগত দিনের ভুলের আর পুনরাবৃত্তি হবে না। এবার আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়ন করব।

সভায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল চিশতি, দেলোয়ার হোসেন, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, ঢাকাস্থ বাবুগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ শিল্পিসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১০

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১২

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৩

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৪

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৫

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৬

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৭

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৮

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৯

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

২০
X