দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ১৪ দলের প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ও আমেরিকাসহ পশ্চিমা শক্তির ষড়যন্ত্র সফল হবে না। সব অপপ্রচার ও বিভ্রান্তি ডিঙিয়ে বাংলাদেশের মানুষ নির্বাচনী উৎসবে মেতেছে। ৭ জানুয়ারি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে তারা। মঙ্গলবার (২ জানুয়ারি) উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় মেনন এ মন্তব্য করেন।
তিনি বলেন, উন্নয়ন সরকারের গত তিন আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ সময় নৌকায় ভোট চান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি।
উঠান বৈঠকে বক্তব্য দেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রাশেদ খান মেননকে নির্বাচিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইকে এগিয়ে নিতে হবে। মেননের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলের সামনে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রকারীরা ঠাঁই পাবে না।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন বেপারী, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস ও বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সহিদুল ইসলাম।
বৈঠকে সভাপতিত্বে করেন বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলাল।
মন্তব্য করুন