ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সমর্থনে একযোগে ১১১টি স্থানে পৃথক গণমিছিল হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের ১১১টি ভোটকেন্দ্র এলাকায় এ গণমিছিল হয়।
প্রচারের শেষ দিনে নৌকার এসব মিছিলে হাজারো কর্মী-সমর্থক অংশ নেন। ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলে অংশ নিতে প্রতিটি ওয়ার্ড ও গ্রাম থেকে পৃথক মিছিল সহকারে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক ও হাটে-বাজারে সমবেত হন নেতাকর্মীরা। এরপর বিভিন্ন স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বক্সবাজার সংলগ্ন সিরাজুল ইসলাম কোম্পানি বাড়ির দরজায় এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
শুসেন চন্দ্র শীল বলেন, আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিন। নিজাম উদ্দিন হাজারী গত ১৫ বছর ফেনীবাসীর সামগ্রিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও শান্তির নগরীতে রূপান্তর করেছেন। তিনি এত বছর আমাদের জন্য করেছেন তাই আমরা আগামী জানুয়ারি ৭ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে ঋণ পরিশোধ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম কোম্পানি। বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ। এসব গণমিছিল থেকে নিজাম উদ্দিন হাজারীকে রেকর্ড পরিমাণ ভোটে পুনরায় বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
মন্তব্য করুন