হবিগঞ্জের চুনারুঘাটে ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কিছু মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ওসি হিললুর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাত প্রায় ১১ টার দিকে একদল দুর্বৃত্তরা শহরের ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
এদিকে আগুনের খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মন্তব্য করুন